ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা টিকা গ্রহণের শীর্ষে ইসরায়েল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৩, ফেব্রুয়ারি ১, ২০২১
করোনা টিকা গ্রহণের শীর্ষে ইসরায়েল

ঢাকা: করোনা ভাইরাসের টিকা গ্রহণের হারের দিক থেকে শীর্ষে অবস্থান করছে ইসরায়েল। দেশটির প্রতি ১০০ জন নাগরিকের মধ্যে গড়ে অন্তত ৫৪ জন এই টিকা নিয়েছেন।

 

জার্মানিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার প্রতিবেদন বলছে এমনটাই।  

স্ট্যাটিস্টার প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি ৩০ থেকে ৩১ তারিখ পর্যন্ত ইসরায়েলের প্রায় ৪৭ লাখ নাগরিক করোনা টিকা নিয়েছেন। যা দেশটির প্রতি ১০০ জনের মধ্যে ৫৪ দশমিক ৭২ শতাংশ। এটিই বিশ্বে এখন পর্যন্ত সর্বাধিক সংখ্যক নাগরিকের টিকা নেওয়া দেশের মধ্যে শীর্ষে।  

তালিকার দ্বিতীয় অবস্থানে আছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ৩৩ দশমিক ৭১ শতাংশ মানুষ এই টিকা নিয়েছেন। আর তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য। শতকরা প্রায় ১৪ শতাংশ (১৩.৯৫) মানুষ করোনা টিকা নিয়েছেন।  

তালিকার পরের দেশগুলো হচ্ছে যথাক্রমে বাহরাইন, যুক্তরাষ্ট্র, সার্বিয়া, মালটা এবং আইল্যান্ড।  

ইসরায়েলে নাগরিকদের মধ্যে ১৯ ডিসেম্বর থেকে টিকা দেওয়া শুরু হয়। এর মধ্যে প্রথম দিনেই দেড় লাখ নাগরিক এই টিকা নেন।  

সংস্থাটি জানিয়েছে, এই হিসাব শুধু প্রথম দফা টিকা নেওয়ার তথ্য থেকে প্রস্তুত রয়েছে।

এদিকে বাংলাদেশে ও বিগত ২৭ জানুয়ারি থেকে টিকা গ্রহণ কার্যক্রম শুরু হয়।  

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
এসএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।