ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মমতার জন্ম তারিখ ভুয়া?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪২, জানুয়ারি ২৫, ২০১২
মমতার জন্ম তারিখ ভুয়া?

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মসনদের তারিখটি ভুয়া। দাপ্তরিক নথিপত্রে তার যে বয়স উল্লেখ রয়েছে তার চেয়ে তার বয়স নাকি পাঁচ বছর কম।

জন্মসনদে বয়স লুকিয়েছেন মমতার বাবা নিজেই। বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে নিতেই মেয়ের বয়স গোপন করেছেন তিনি।

অবশ্য এই গোপন কথা ফাঁস করেছেন এই রাজনীতিক নিজেই। সম্প্রতি প্রকাশিত আত্মজীবনী ‘মাই আনফরগটেবল মেমোরিজ’ সত্য কথাটি বলেছেন তিনি।

মমতা লিখেছেন, ‘স্কুলের সমাপনী পরীক্ষার সময় আমার বয়স ১৫ বছরও হয়নি। আর তাই পরীক্ষায় অযোগ্য বিবেচিত হতাম। সে কারণে ‍আমার বাবা মনগড়া একটা বয়স দিয়ে জন্মসনদ তৈরি করেন। আমার মূল জন্মতারিখের সঙ্গে আরও পাঁচ বছর যোগ করা হয়।

সে হিসেবে মমতা আসলে ৫ জানুয়ারির পরিবর্তে ৫ অক্টোবর জন্মগ্রহণ করেছেন। বইয়ে তিনি উল্লেখ করেছেন, ৫ অক্টোবরের তারিখ দিয়েই তার মা একবার তার রাশিচক্র ব্যাখ্যা করেছিলেন।

এছাড়া, মা তার জন্মদিন পালন করতেন প্রতি বছর অষ্টমীতে। অষ্টমী হলো দূর্গা পুজার অষ্টম দিন যা অক্টোবরেই পড়ে। কিছু বিশেষ আয়োজনের মাধ্যমে তার জন্মদিন পালন করা হতো বলে লিখেছেন মমতা।

কিন্তু এতোদিন ভুয়া জন্মসনদেই সবকাজ করেছেন পশ্চিমবঙ্গের দিদি। লোকসভার ওয়েবসাইটে তার জন্মতারিখ লেখা রয়েছে ৫ জানুয়ারি ১৯৫৫ সাল।

এই ভুল নিয়ে মমতা তার মাকেও নাকি জিজ্ঞেস করেছিলেন। উত্তরে মা বলেন, ‘মা, আমরা তো শহুরে মানুষ নই। তুমি বা তোমার বড় ভাই তোমরা কেউই হাসপাতালেও জন্মাওনি। তোমার জন্ম সাল-তারিখের বিস্তারিত তথ্যের সনদ আমি কোথাও পাব?’।

তবে যাই হোক জন্মতারিখ নিয়ে এই বিভ্রান্তি এতোদিন তার একান্ত ব্যক্তিগত ব্যাপারই ছিল। ১৯৮৪ সালে লোকসভার সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই প্রতি বছর ৫ জানুয়ারি তিনি জন্মদিনের শুভেচ্ছা পেয়ে আসছেন।

বয়স গোপন করার ব্যাপারে আত্মপক্ষ সমর্থন করে মমতা বলেছেন, ‘জন্মতারিখ নিয়ে এই বিভ্রান্তি আমার একার নয়। ভারতের গ্রামগুলোতে এসন হাজার হাজার শিশু পাওয়া যাবে যাদের এই গোলমাল রয়েছে। আমি দেখেছি, অনেক লোক তাদের অবসরের বয়স পেরিয়ে যাওয়ার পরও কাজ করে যাচ্ছে। এর জন্য তাদের ভুয়া জন্মসনদকে ধন্যবাদ। ’

এ বিষয়টি নিয়ে বিরোধীদের কেউ রাজনীতির জল ঘোলা করবে না বলে আশা করেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বলা ভাল, সদ্য প্রকাশিত আত্মজীবনীতে কিছু বিরল ছবি, অনেক অজানা ঘটনা, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জীবন এবং শৈশবের নানা স্মৃতি উঠে এসেছে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।