ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বেপরোয়া চালকের তাণ্ডব: পুনেতে ৯ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৭, জানুয়ারি ২৫, ২০১২
বেপরোয়া চালকের তাণ্ডব: পুনেতে ৯ জনের প্রাণহানি

পুনে:  ভারতের পুনেতে একজন বেপরোয়া গাড়ি চালকের তাণ্ডবে মাত্র আধা ঘণ্টার মধ্যে ৪০টি গাড়ি দুমড়ে-মুচড়ে গেছে। এতে প্রাণহারিয়েছে ৯ জন মানুষ, আহত হয়েছে আরও প্রায় ৩০ জন।



জানা গেছে, চালক সন্তোষ মানে (৩০) মহারাষ্ট্র রাজ্য পরিবহন করোপেরশনের কর্মচারী। তার বৈধ লাইসেন্সও রয়েছে। বুধবার সকালে হুট করেই সদরগেট বাস ডিপো থেকে একটি গাড়ি নিয়ে রাস্তায় নেমে পড়েন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্তোষ রাস্তার রং সাইডে বেপরোয়া বাস চালাতে থাকে। এ সময় রাস্তায় চলাচলরত গাড়িগুলোর সঙ্গে সংঘর্ষ হয়। অবশেষে একজন কলেজ শিক্ষার্থী তাকে ঠেকাতে সক্ষম হন।

স্থানীয় সময় ৮টা ১৫ মিনিট থেকে ৮ট ৪৫ মিনিট পর্যন্ত এই তাণ্ডব চলতে থাকে। এসময় স্কুলগামী শিশুরা ভয়ে এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে।

তবে নিহতদের মধ্যে শিশুরা রয়েছে কি না শেষ খবরে জানা যায়নি।

সন্তোষকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হচ্ছে।

তবে কেন তিনি এই কাজ করলেন তা জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, গত মঙ্গলবারও তিনি অফিসিয়াল কাজে বাস চালিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।