টোকিও: গত তিন দশকের মধ্যেই এই প্রথম বাণিজ্য ঘাটতিতে পড়ল জাপান।
বুধবার জাপানের অর্থমন্ত্রণায় থেকে এই কথা জানানো হয়েছে।
জাপানের অর্থমন্ত্রী জুন আজুমি জানিয়েছেন, বিগত ২০১১ সালে তাদের বাণিজ্য ঘাটতি হয়েছে ৩ হাজার ২শ’ কোটি মার্কিন ডলার।
মন্ত্রণালয় থেকে আরো জানানো হয়েছে, একই সময় দেশিটির আমদানি বেড়েছে ১২ শতাংশ বিপরীতে রপ্তানি কমেছে ২ দশমিক ৭ শতাংশ।
বিশ্বের অন্যতম বৃহৎ রপ্তানিকারক দেশ জাপানের রপ্তানি বাণিজ্য মূলত গাড়ি এবং ইলেকট্রনিক্স পণ্যের ওপর নির্ভরশীল।
কিন্তু গত বছর মার্চে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির কারণে উৎপাদন ও সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়াই এই বাণিজ্য ঘাটতির প্রধান কারণ বলে উল্লেখ করেছে অর্থমন্ত্রণালয়।
সুনামির কারণে জাপানে কারখানাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে যে কারণে টয়োটা মোটর এবং সনির রপ্তানিতে ব্যাপক ঘাটতি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১২