ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের সবচেয়ে উঁচু পতাকা স্থাপিত হচ্ছে গুলমার্গে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০০, ফেব্রুয়ারি ৯, ২০২১
ভারতের সবচেয়ে উঁচু পতাকা স্থাপিত হচ্ছে গুলমার্গে

জম্মু ও কাশ্মীরের গুলমার্গে রোববার ভারতের সবচেয়ে উঁচু জাতীয় পতাকার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে ভারতীয় সেনাবাহিনী। পতাকাটি ১০০ ফুট উঁচু খুঁটিতে উড়বে।

এই আইকনিক ভারতীয় জাতীয় পতাকা অনেক উপায়ে প্রথম হবে। এটি কাশ্মীরের তুষারাবৃত পাহাড়ের মধ্যে আরেকটি পর্যটন আকর্ষণ কেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

কাশ্মীরের ১৯ পদাতিক ডিভিশন জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) মেজর জেনারেল বীরেন্দ্র ভাটস বলেন, এই উন্নয়ন কাশ্মীরে শান্তি ও স্থিতিশীলতার জন্য অবদান রাখবে।  

তিনি বলেন, আমি বিশ্বাস করি, এই জাতীয় পতাকা শুধু একটি পতাকা নয়। এটি বিশ্বব্যাপী ১০০ বিলিয়নেরও বেশি মানুষের স্বপ্ন, আশা এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে। এটি গুলমার্গের গৌরব এবং ঐশ্বর্যকে আরও বাড়িয়ে তুলবে এবং বিপুল সংখ্যক পর্যটক আকর্ষণ করবে।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকা বিদ্যা বালান, সিদ্ধার্থ রায় কাপুর এবং আরবাজ খান।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।