এশিয়ার অন্যতম পার্বত্য রিসোর্ট হিসেবে পরিচিত অনন্য সুন্দর গুলমার্গে স্কিয়িং শিখতে ভিড় করছেন তরুণ ভ্রমণপিপাসুরা। স্কিয়িং শিখতে দেশ-বিদেশের অনেক পর্যটক আসেন গুলমার্গে।
দিল্লির এক পর্যটক গুরচরণ সিং বলেন, ‘আমি স্কিয়িং শিখতে গুলমার্গ এসেছি। এটি অন্যরকম অভিজ্ঞতা দিচ্ছে। উপভোগ করছি, সেই সঙ্গে আত্মবিশ্বাসও বাড়ছে। ’
আরেক পর্যটক ফাইজান আহমদ বলেন, ‘খেলাটি বেশ শক্তিসঞ্চারক। বিষণ্ণতায় ভুগছেন, এমন যা কারো উচিত এটি করে দেখা। ’
নভেম্বর থেকে মার্চ পর্যন্ত তুষারপাতের কারণে জম্মু ও কাশ্মীরের গুলমার্গ সাদা গালিচায় পরিণত হয়। প্রায় ৮ ফুট উঁচু হয় বরফের এ গালিচা। ফলে স্কিয়িং এর জন্য বেশ ভালো গন্তব্য গুলমার্গ।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২১
এফএম