ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

কঙ্গো নদীতে ৭০০ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, ফেব্রুয়ারি ১৬, ২০২১
কঙ্গো নদীতে ৭০০ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত ৬০ কঙ্গো নদীতে ৭০০ যাত্রী নিয়ে নৌকা উল্টে নিহত ৬০

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) পশ্চিমাঞ্চলে কঙ্গো নদীতে একটি নৌকা উল্টে অন্তত ৬০ জন নিহত এবং কয়েক শত যাত্রী নিখোঁজ হয়েছেন।

ডিআরসি সরকারের বরাত দিয়ে এ তথ্য জানায় আল জাজিরা।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) ডিআরসির মানুষ সম্পর্কিত কার্যক্রমের মন্ত্রী স্টিভ মবিকায়ি জানান, রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে দেশটির মাই-নদোমবে প্রদেশের লঙ্গোলা একোটি গ্রামের কাছেই প্রায় সাতশ’ যাত্রীসহ একটি নৌকা উল্টে নদীতে ডুবে যায়।

মবিকায়ি জানান, ঘটনার পর উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ৬০টি মরদেহ এবং তিনশ’ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

ডিআরসিতে প্রায়ই নৌকা দুর্ঘটনা ঘটে। এর অন্যতম কারণ জলযানগুলোতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ