ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে শ্রীনগরে প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, ফেব্রুয়ারি ১৭, ২০২১
তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে শ্রীনগরে প্রদর্শনী ...

কাশ্মীরের উদ্যোক্তাদের উৎসাহিত করতে ইরেইগনিস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের সহায়তায় প্রদর্শনীর আয়োজন করেছে সরকার।

বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্যই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

খবর দ্য সিঙ্গাপুর পোস্টের।

কাশ্মীরী সংস্কৃতিকে তুলে ধরার জন্য বিশেষ করে শিল্প, হ্যান্ডলুম, হস্তশিল্প এবং ঐতিহ্যবাহী খাবার বিভিন্ন স্টলে প্রদর্শন করা হয়।

সাম্প্রতিক তুষারপাত সত্ত্বেও বেশ কয়েকজন তরুণ উদ্যোক্তা প্রদর্শনীতে অংশ নেন।

এ প্রদর্শনীর আয়োজক মারিয়া শাহমিরি বলেন, এই জাতীয় ইভেন্টগুলো উপত্যকার পক্ষে গুরুত্বপূর্ণ। কারণ এটি এখানকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেবে।

আসমা সালিম একটি ঐতিহ্যবাহী ফুড স্টলের স্বত্বাধিকারী। তিনি বলেন, প্রদর্শনী তাকে উপত্যকার ঐতিহ্যবাহী খাবার প্রদর্শনের সুযোগ করে দিয়েছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ