ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ক্যামেরন মূর্খের মতো কথা বলেছেন: কির্চনার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০২, জানুয়ারি ২৬, ২০১২
ক্যামেরন মূর্খের মতো কথা বলেছেন: কির্চনার

বুয়েন্স আয়ারস: ফকল্যান্ড দ্বীপকে কেন্দ্র করে আর্জেন্টিনা এবং ব্রিটেনের মধ্যকার কূটনৈতিক টানপোড়নে নতুন মাত্রা যোগ হয়েছে। এই দ্বীপটি নিয়ে আর্জেন্টিনার বর্তমান মনোভাব ঔপনিবেশিক- ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের এই মন্তব্যকে মূর্খতা বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ফার্নান্দেস কির্চনার।



তিনি বলেছেন, ‘তারা আমাদের খারাপ এবং সহিংস হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। প্রকৃত পক্ষে আমরা যা নই সেভাবে উপস্থাপন করা চেষ্টা করা হচ্ছে। ’

ক্যান্সার আক্রান্ত ক্রিস্তিনা ফার্নাদেস দে কির্চনার অস্ত্রপচারের পর বৃহস্পতিবার জনসমক্ষে তার প্রথম ভাষণে এভাবেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বক্তব্যের নিন্দা জানিয়েছেন।

রাজধানী বুয়েন্স আয়ারসে সরকারি কার্যালয় থেকে বিবৃতি পাঠের  সময় প্রেসিডেন্টের গলায় অস্ত্রপচারের চিহ্ন দেখা যাচ্ছিল। থাইরয়েড গ্রন্থির অস্ত্রপচারের জন্য ২০ দিনের ছুটি কাটিয়ে আসা প্রেসিডেন্টের ভাষণের সময় সমগ্র মিলনায়তন ছিল ভরপুর।

আগামী এপ্রিলে ফকল্যান্ড দ্বীপের মালিকানা নিয়ে ব্রিটেন-আর্জেন্টিনা যুদ্ধের ৩০ বছর পূর্ণ হবে। এই পরিস্থিতিতে ‘ফকল্যান্ড দ্বীপের ব্যাপারে আর্জেন্টিনা সরকারের মনোভাব ঔপনিবেশিক’- গত সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন এমন বক্তব্য দেন।

এর প্রেক্ষিতে আর্জেন্টিনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এর অংশ হিসেবে গত শুক্রবার বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা বুয়েন্স আয়রসে ব্রিটিশ দূতাবাস অভিমুখে মিছিল করে এবং দূতাবাসের সামনে ইউনিয়ন জ্যাক পতাকায় অগ্নিসংযোগ করে।

বিক্ষোভকারীরা লন্ডনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য আর্জেন্টিনার সরকারের প্রতি দাবি জানায়।

এরই ধারাবাহিকতায় ক্যামেরনকে আক্রমণ করে কির্চনার বললেন, ‘মানুষ তখনই মূর্খের মতো কথা বলে যখন তাদের হাতে সত্যিকারের কোনও যুক্তি থাকে না। ’

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।