ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ব্রাজিলে ভবন ধস: প্রাণহানি ৫, নিঁখোজ ১৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৭, জানুয়ারি ২৬, ২০১২
ব্রাজিলে ভবন ধস: প্রাণহানি ৫, নিঁখোজ ১৯

ব্রাসিলিয়া: ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের কেন্দ্রস্থলে বৃহস্পতিবার একটি ২০ তলা ভবনসহ দু’টি ভবন ধসে পড়েছে।  

দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি হয়েছে।

এছাড়া নিঁখোজ রয়েছে আরো ১৯ জন।

তাক্ষৎণিকভাবে ভবন ধসের কারণ জানা না গেলেও ধসের আগ মুহূর্তে বিস্ফোরণের আওয়াজের সঙ্গে গ্যাসীয় পদার্থের তীব্র গন্ধ পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

নগরীর মেয়র এদওয়ার্দো পায়েস বলেছেন, এই মুহূর্তে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের চাইতে উদ্ধার কার্যক্রমই বেশি গুরুত্বপূর্ণ।

দুর্ঘটনা কবলিত ভবন দু’টি নগরীর নাট্যশালা এবং ব্রাজিলের তেল কোম্পানি পেট্রোব্রাসের প্রধান কার্যালয়ের কাছে বলে জানা গেছে।
 
উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে ব্রাজিলের সবচেয়ে জনবহুল এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র রিও ডি জেনিরো শহরের ভবন ধসের ঘটনা দেশটির বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষকে উদ্বিগ্ন করে তুলছে। ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের পাশাপাশি এর দু’বছর পরই অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক দেশ ব্রাজিল।

প্রতিযোগিতাগুলোর প্রধান ভেন্যু রিও ডি জেনিরো’র দুর্বল অবকাঠামোগত স্থাপনার কারণে কর্তৃপক্ষ চিন্তিত হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।