বাগদাদ: ইরাকের কিরকুক এবং মুসাইব শহরে বৃহস্পতিবার দু’টি পৃথক বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছে, বাগদাদের দক্ষিণে মুসাইব শহরে আত্মঘাতী বোমা হামলায় হামলাকারীসহ ১০ জন নিহত হয়েছে।
এদিকে কিরকুকে অপর একটি বোমা হামলায় আরো তিন জন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
গত মাসে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশটিতে গোষ্ঠীগত দাঙ্গা এবং বিদ্বেষমূলক হামলা বেড়েই চলেছে।
বৃহস্পতিবার মুসাইবির যে এলাকায় হামলা হয় সেখানে শিয়া মুসিলমদের বসবাস বলে জানা যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১২