ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লন্ডন অলিম্পিকের পর্যবেক্ষক কমিটির সদস্যের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৫, জানুয়ারি ২৬, ২০১২

লন্ডন: লন্ডন অলিম্পিক-২০১২ এর পর্যবেক্ষক কমিটির একজন কমিশনার পদত্যাগ করেছেন। বিতর্কিত ডাও কেমিক্যালের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠার পর বৃহস্পতিবার তিনি পদত্যাগ করলেন।



পদত্যাগী কমিশনার মেরিডিথ আলেকজেন্ডার বলেছেন, একটি টেকসই লন্ডন অলিম্পিক অনুষ্ঠান যাতে নিশ্চিত হয় সে জন্যই তিনি কমিশন থেকে সরে দাঁড়িয়েছেন।

যুক্তরাষ্ট্র এবং ভারতের অনেক রাজনীতিবিদ মনে করেন, ১৯৮৪ সালের ভূপাল ট্র্যাজেডির জন্য ডাও কেমিক্যাল দায়ী। ওই দুর্ঘটনায় প্রায় ২৫ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

২০২০ সাল পর্যন্ত অলিম্পিকের একটি বড় স্পন্সর থাকবে ডাও কেমিক্যাল। তবে তারা কমিশনার পদত্যাগের ব্যাপারে কোনও দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানটি পূর্ব লন্ডনের একটি স্টেডিয়ামের উন্নয়নের জন্য ৭০ লাখ পাউন্ড ব্যয় করার কথা জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।