লন্ডন: লন্ডন অলিম্পিক-২০১২ এর পর্যবেক্ষক কমিটির একজন কমিশনার পদত্যাগ করেছেন। বিতর্কিত ডাও কেমিক্যালের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠার পর বৃহস্পতিবার তিনি পদত্যাগ করলেন।
পদত্যাগী কমিশনার মেরিডিথ আলেকজেন্ডার বলেছেন, একটি টেকসই লন্ডন অলিম্পিক অনুষ্ঠান যাতে নিশ্চিত হয় সে জন্যই তিনি কমিশন থেকে সরে দাঁড়িয়েছেন।
যুক্তরাষ্ট্র এবং ভারতের অনেক রাজনীতিবিদ মনে করেন, ১৯৮৪ সালের ভূপাল ট্র্যাজেডির জন্য ডাও কেমিক্যাল দায়ী। ওই দুর্ঘটনায় প্রায় ২৫ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।
২০২০ সাল পর্যন্ত অলিম্পিকের একটি বড় স্পন্সর থাকবে ডাও কেমিক্যাল। তবে তারা কমিশনার পদত্যাগের ব্যাপারে কোনও দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানটি পূর্ব লন্ডনের একটি স্টেডিয়ামের উন্নয়নের জন্য ৭০ লাখ পাউন্ড ব্যয় করার কথা জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১২