ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হুন্দাইয়ের মুনাফা বেড়েছে ৩৮ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪০, জানুয়ারি ২৬, ২০১২
হুন্দাইয়ের মুনাফা বেড়েছে ৩৮ শতাংশ

সিওল: দক্ষিণ কোরিয়ার বৃহৎ গাড়ি নির্মাতা কোম্পানি হুন্দাইয়ের মুনাফা বেড়েছে। কোম্পানিটি জানিয়েছে, ২০১১ সালের শেষ প্রান্তিকে তাদের মুনাফা বেড়েছে ৩৮ শতাংশ।

স্থানীয় বাজার এবং হুন্দাইয়ের প্রধান বাজার যুক্তরাষ্ট্র ও চীনে বিক্রি বেড়ে যাওয়ায় লাভ করেছে কোম্পানিটি।

সে হিসাবে হুন্দাইয়ের আয়ের পরিমাণ এক লাখ ৪৫ হাজার কোটি ওন (কোরীয় মুদ্রা) থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ কোটি ওন।

এদিকে জাপানের বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা গত বছরের মার্চে সুনামি এবং ভূমিকম্পের কারণে গাড়ির উৎপাদন কমিয়ে দেয়। হুন্দাইয়ের গাড়ি বিক্রি বেড়ে যাওয়ার পিছনে এটাকে বড় কারণ বলে মনে করা হচ্ছে।

২০১১ পুরো বছরটিতে হুন্দাইয়ের আয় বেড়ে দাঁড়িয়েছে ৩৫ শতাংশে। ২০১০ সালে এর পরিমাণ ছিল ৬ লাখ কোটি ওন। ২০১১ সালে যার পরিমাণ ছিল ৮ লাখ ১০ হাজার কোটি ওন।

এছাড়া দক্ষিণ কোরিয়ায় সস্তা শ্রম এবং দূর্বল মুদ্রার কারণে বিদেশি ক্রেতাদের কাছে হুন্দাইয়ের পণ্যের চাহিদা রয়েছে।

এশিয়ার গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর মধ্যে হুন্দাই প্রথম তাদের চর্তুথ প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করলো।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।