ক্যানবেরা: বিক্ষোভকারীদের ধাওয়া খেয়ে পায়ের জুতা ফেলে প্রাণ বাঁচালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। বিক্ষোভকারীদের কবলে পড়ে আরও নাজেহাল হয়েছেন প্রধান বিরোধী দলীয় নেতা টনি অ্যাবোট।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাজধানী ক্যানবেরায় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে এসে অস্ট্রেলিয়ার আদিবাসী অধিকার সংগঠন ‘অ্যাবোরিজিনাল টেন্ট অ্যাম্বেসি’র দুই শতাধিক ক্রদ্ধ সমর্থক প্রধানমন্ত্রী গিলার্ড ও বিরোধী দলীয় নেতা টনিকে ঘেরাও করে। প্রায় আধা ঘণ্টা আটকে থাকার পরে প্রশাসন অতিরিক্ত প্রায় ৫০ জন পুলিশ এনে তাদের উদ্ধার করে।
অধিকারের দাবিতে আদিবাসীদের আন্দোলনের প্রতি অস্ট্রেলিয়ার প্রধান বিরোধী দলীয় নেতা টনি অ্যাবোটের একটি মন্তব্যে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভকারীরা এই কাণ্ড ঘটায় বলে জানা গেছে।
টনি বলেছিলেন, ‘বর্তমান সময়ে অ্যাবোরিজিনাল টেন্ট এ্যাম্বেসি তার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে। সময় হয়েছে এই কর্মসূচি বাদ দিয়ে সময়ের প্রেক্ষাপটে বিষয়গুলো বিবেচনা করার।
তার এই বক্তব্যে উত্তেজিত আদিবাসীরা প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতাকে ঘেরাও করে ক্রদ্ধ স্বরে প্রতিবাদ জানাতে থাকে।
এই দুই রাজনীতিক আদিবাসীদের প্রতীকী অবস্থানের কাছেই একটি রেস্টুরেন্টে ‘অস্ট্রেলিয়া ডে’ উপলক্ষে ‘ন্যাশনাল এমার্জেন্সি মেডেল’ পদক বিতরণের জন্য আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করতে উপস্থিত হয়েছিলেন।
জাতীয় দুর্যোগের সময় বীরত্বপূর্ণ ভূমিকার জন্য অস্ট্রেলিয়া ডে’তে সেই সব নাগরিককে সম্মাননা দেওয়া হয়।
অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে, বিক্ষোভাকারীরা এই দু’জনের আগমনের খবর পেয়ে অনুষ্ঠানস্থলের বাইরে অবস্থান নেয়। এ সময় তারা রেস্টুরেন্টের কাচের দেয়ালে আঘাত করে এবং নেতাদের উদ্দেশে ‘লজ্জা’, ‘বর্ণবাদী’ ইত্যাদি বলে চিৎকার করতে থাকে।
সংবাদমাধ্যম আরও জানায়, এ সময় বিশৃংখলা এমনই জটিল অবস্থা ধারণ করে যে দেহরক্ষীরা প্রধানমন্ত্রীর কাঁধ আঁকড়ে ধরে নিকটবর্তী অপেক্ষমান গাড়িতে উঠিয়ে দেয়। প্রধানমন্ত্রী এ সময় হোঁচট খেয়ে পড়ে যান। এক পাটি জুতাও হারিয়ে যায় তার। নাছোড়বান্দা ক্রুদ্ধ আদিবাসীরা চলন্ত গাড়িকেও ধাওয়া করে গাড়ির বনেট ও ছাদে ধাক্কা দিতে থাকে।
অ্যাবোরিজিনাল টেন্ট অ্যাম্বেসির ৪০তম বার্ষিকী স্মরণে সংগঠনের কর্মী-সমর্থকরা তিন দিনব্যাপী আদিবাসীদের প্রাচীন কোরোবোরি উৎসব পালন করতে সেখানে জড়ো হয়েছিল।
এতে অবশ্য বিরোধী দলীয় নেতা টনি অ্যাবোট আরও ক্ষেপে গেছেন। তাৎক্ষণিক সাক্ষাতকারে তিনি বলেছেন, আদিবাসীদের তাবু শিবির তুলে দেওয়ার এটাই সঠিক সময়।
প্রসঙ্গত, প্রায় ৪০ বছর আগে ১৯৭২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার আদিবাসীদের ভূমির অধিকার প্রত্যাখানের প্রতিবাদে চারজন ব্যক্তি আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষে এই অ্যাবোরিজিনাল টেন্ট অ্যাম্বেসির প্রতিষ্ঠা করে।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১২