ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নকিয়ার বাজার মন্দা, লোকসান গুণছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৬, জানুয়ারি ২৬, ২০১২
নকিয়ার বাজার মন্দা, লোকসান গুণছে

ঢাকা: বিগত ২০১১ সালে বিশ্বের বৃহৎ মোবাইল সেট নির্মাতা প্রতিষ্ঠান নকিয়ার বাজার মন্দা গেছে। বিশ্ব বাজারে বিক্রি কমে যাওয়ায় লোকসান গুণতে হয়েছে কোম্পানিটিকে।

২০১১ সালের শেষ প্রান্তিকের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে তারা।

নকিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, এবার তাদের লোকসান হয়েছে ৯৫ কোটি ৪০ লাখ ইউরো। এক বছর আগে যা ছিল এক হাজার কোটি ইউরো। অন্যদিকে সেট বিক্রি কমেছে ২৫ শতাংশ।

মূলত প্রধান দুই প্রতিদ্বন্দ্বী গুগলের এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ফোন ও অ্যাপলের নতুন আই ফোন এবং অন্যান্য স্মার্টফোনের  সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে এই ক্ষতির সম্মুখীন হয়েছে নকিয়া।

এর মধ্যে ২০১১ অক্টোবরে ফোনসেট বাজারে দুর্বল অবস্থান থেকে উত্তরণের জন্য নতুন উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন বাজারে ছেড়েছে নকিয়া। বৈচিত্র এনে আগের বাজার ফিরিয়ে আনতে সিম্বিয়ান সফটওয়্যারের পরিবর্তে মাইক্রোসফটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নতুন সফটওয়্যারের ফোন বাজারে আনার পরিকল্পনা করছে তারা।

নকিয়ার প্রধান নির্বাহি স্টিফেন ইলোপ বলেছেন, ‘২০১১ সালের চর্তুথ প্রান্তিক নকিয়ার বিবর্তনের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় ছিল। তবে সর্বোপরি আমরা বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট। ’

এবার নতুন উদ্যোগে বাজারে আসার প্রস্তুতি নিয়েছে নকিয়া। ২০১২ সালকে ‘ইয়ার অব ট্রানজিশন’ বলে অভিহিত করা হচ্ছে।

এদিকে গত বুধবার কোম্পানিটি  জানিয়েছে, এস৪০ অপারেটিং সিস্টেমের ১৫০ কোটিতম সেটটি তারা ইতোমধ্যে বিক্রি করেছে। তারা ধারণা করছে, বিশ্বজুড়ে এস৪০ অপারেটিং সিস্টেমেরে ৬৭ কোটি ৫০ লাখ সেট এখনও সক্রিয় রয়েছে। বর্তমানে প্রতি সেকেন্ডে ১২টি এস৪০ সেট বিক্রি হচ্ছে বলে কোম্পানির দাবি।

বাংলাদেশ সময়:১৯০৫ ঘণ্টা,জানুয়ারি ২৬,২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।