নিউইয়র্ক: মার্কিন সামরিক বাহিনীর বর্তমান জনবল প্রায় এক লাখ কমিয়ে আনা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন পেনেট্টা। ২০১৭ সালের মধ্যে এ জনবল কমিয়ে আনা হবে।
দেশটির সামরিক বাহিনীর বাজেটও আগামী ১০ বছরে কয়েক শ’ বিলিয়ন ডলার কমিয়ে আনার পরিকল্পনার কথা ঘোষণা করছেন তিনি।
তিনি বলেছেন, কয়েক দশক ধরে যুদ্ধের পর মার্কিন সামরিক বাহিনী পরিবর্তনের দোড়গোঁড়ায় রয়েছে।
জনবল কমিয়ে আনার পরিবর্তে যুক্তরাষ্ট্র স্পেশাল ফোর্সের সংখ্যা বাড়াবে এবং মনুষ্যবিহীন পদ্ধতির ব্যবহারের মাধ্যমে স্থলপথে শত্রু দমনের শক্তি ও সামর্থ্য বৃদ্ধির ধারা অব্যাহত রাখবে।
পেনেট্টা এশিয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তি বৃদ্ধির বিষয়ে ইংগিত দেন। কারণ এই অঞ্চলে চীনের অব্যাহত সমর শক্তি বৃদ্ধি যুক্তরাষ্ট্রের জন্য একটি উদ্বেগের কারণ।
কিন্তু পানেট্টা স্বীকার করেন এত বড় কাটছাঁট খুবই কঠিন হবে এবং তাতে ঝুঁকিও রয়েছে। তিনি বলেন, কৌশলগত দিক থেকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এই পরিবর্তন জরুরি ছিল।
বিশ্লেষকরা বলছেন গত এক দশকের যুদ্ধ কেবল মার্কিন প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে এসেছে।
তবে কাটছাঁটের মধ্যেও এই বাজেটে ২০১৩ সালের জন্য সামরিক খাতে ব্যয় ধরা হয়েছে ৫২৫ বিলিয়ন ডলার যা নাইন ইলেভেন পূর্ব সময়ের চেয়ে এখনো বেশি।
বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১২