ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জাতিসংঘ সদর দপ্তরে কোকেন!

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, জানুয়ারি ২৭, ২০১২
জাতিসংঘ সদর দপ্তরে কোকেন!

ঢাকা: নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে ১৬ কেজি কোকেন উদ্ধার করেছে পুলিশ। জাতিসংঘের স্টিকার সম্বলিত ব্যাগটি সংগঠনটির মেইলরুমে গত সপ্তাহে পোঁছায়।



পুলিশের মুখপাত্র পল ব্রাউন জানান, এটি ভুলক্রমে জাতিসংঘে সরবরাহ করা হয়েছে। ব্যাগটি মেক্সিকো সিটি থেকে জাহাজের মাধ্যমে সিনসিনাটি হয়ে জাতিসংঘের মেইলরুমে পৌঁছে। ব্যাগটির গায়ে কোনও নাম-ঠিকানা ছিল না।

সাদা ব্যাগটি স্ক্যান করার সময় নিরাপত্তা কর্মীদের মধ্যে সন্দেহ হয়। কারণ এর গায়ে জাতিসংঘের দুর্বল স্টিকার লাগানো ছিল।  

জাতিসংঘের নিরাপত্তা বিষয়ক আন্ডারসেক্রেটারি জেনারেল গ্রেগরি স্টার সাংবাদিকদের বলেন, ব্যাগের ভিতর নোটবুকের ফাঁকা জায়গায় কোকেন লুকানো ছিল।

তিনি সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘আমার ধারণা এটা মাদক পাচারকারীদের কাজ। তারা যুক্তরাষ্ট্রের কোথাও এটি পাঠাতে চেয়েছিল কিন্তু তদের পরিকল্পনায় ভুল হয়ে গেছে। ’

জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসির্কি সংবাদ সংস্থা এপিকে বলেন, সদরদপ্তরের কেউ স্বীকার করছে না চালানটি কার কাছে এসেছে।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘন্টা, জানুয়ারি ২৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।