ইসলামাবাদ : আবারও খবরের শিরোনাম হলো পাকিস্তানের বহুল আলোচিত সামরিক গ্যারিসন শহর অ্যাবোটাবাদ। রাজধানী ইসলামাবাদ থেকে ৫০ কিলোমিটার উত্তরের এই শহরে অবস্থিত পাকিস্তানের সুরক্ষিত মিলিটারি একাডেমিতে রকেট হামলা চালিয়েছে অজ্ঞাতনামা হামলাকারীরা।
আক্রমণকারীরা মিলিটারি একাডেমির স্থাপনা লক্ষ্য করে এ সময় বেশ কয়েকটি কাঁধ থেকে নিক্ষেপ যোগ্য রকেট প্রোপাইল গ্রেনেড বা ‘আরপিজি’ ছোঁড়ে বলে জানায় সংবাদমাধ্যম।
অ্যাবোটাবাদ শহরে অবস্থিত এই মিলিটারি একাডেমির অদূরেই ছিল আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের গোপন নিবাস, যেখানে মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা ২০১১’র মে মাসে গোপন অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করে।
শুক্রবার সকালের দিকে সংঘটিত হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
হামলার ইন্ধনদাতা কারা সে ব্যাপারে এখনও নিশ্চিত নয় কর্তৃপক্ষ তবে নিরাপত্তা বাহিনী হামলাকারীদের সন্ধানে এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে মিলিটারি একাডেমিতে হামলার ঘটনায় দেশটির নিরাপত্তা ব্যবস্থা আবারও নতুন করে প্রশ্নের সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
পাকিস্তানের মিলিটারি একাডেমি দেশটির সবচেয়ে সুরক্ষিত এবং অগ্রাধিকার প্রাপ্ত সামরিক স্থাপনা হিসেবে বিবেচিত। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমি বা যুক্তরাজ্যের স্যান্ডহার্স্ট মিলিটারি একাডেমির সঙ্গে এর তুলনা করা হয়।
বাংলাদেশ সময় : ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১২