ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

স্পেনের বোঝা এখন ৫৩ লাখ বেকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, জানুয়ারি ২৭, ২০১২
স্পেনের বোঝা এখন ৫৩ লাখ বেকার

মাদ্রিদ: স্পেনে বেকারের সংখ্যা গত ডিসেম্বর পর্যন্ত হিসাবে ৫০ লাখ ছাড়িয়েছে। বিগত ২০১১’র শেষ প্রান্তিকের হিসাব অনুযায়ী সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যানে স্পেনে কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করেছে।



স্পেনের ন্যাশনাল স্ট্যাটিসটিকস ইন্সটিটিউট জানিয়েছেন, কর্মক্ষম স্পেনীয়দের মধ্যে বেকারের সংখ্যা গত ডিসেম্বরে ছিল প্রায় ৫৩ লাখ। অথচ ২০১১’র তৃতীয় প্রান্তিকেই বেকারের সংখ্যা ছিল প্রায় ৪৯ লাখ।

সে হিবাসে তৃতীয় প্রান্তিকে দেশটির বেকারত্বের হার ২১.৫ শতাংশ থেকে বেড়ে শেষ প্রান্তিকে ২২.৮ শতাংশে পৌঁছেছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

প্রাপ্ত উপাত্ত অনুযায়ী, স্পেনে বর্তমানে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে অর্ধেকের বেশি বেকার, পূর্বে এই সংখ্যা ছিল প্রায় ৪৫.৮ শতাংশ।

ইউরোভূক্ত ১৭টি দেশের মধ্যে স্পেনের বেকারত্বের হার বর্তমানে সর্বোচ্চ। গত বৃহস্পতিবার স্পেনের বাণিজ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছিলেন, বর্তমানে বেকারত্বের পরিমান ৫৪ লাখ ছাড়িয়ে যেতে পারে।

তবে স্পেনের নতুন ক্ষমতাসীন পপুলার পার্টির নেতৃত্বাধীন রক্ষণশীল সরকার দেশের ক্রমবর্ধনশীল বেকারের সংখ্যা কমাতে নতুন শ্রম সংস্কার আইন অনুমোদন করেছে।

এদিকে, গত বৃহস্পতিবার দেশটির জনসেবা খাতের কর্মজীবীরা স্পেনজুড়ে ব্যাপক বিক্ষোভ করেছে। সরকারের গৃহীত নতুন ব্যয় সঙ্কোচণ নীতি এবং বেকারত্বের পরিমাণ বেড়ে যাওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।