দাভোস: পাকিস্তানের আসন্ন জাতীয় নির্বাচনে তেহরিক-ই-ইনসাফ জয়লাভ করবে আর দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইমরান খান।
গত বৃহস্পতিবার এই ভষ্যিদ্বাণী করেছেন ক্রিকেট কিংবদন্তী তেহরিক নেতা স্বয়ং ইমরান খান।
৫৯ বছর বয়সী ইমরান খানের রাজনীতিতে অভিষেক হয় ১৫ বছর আগে। খেলার জগতের জনপ্রিয়তা কাজে লাগিয়ে এখন তিনি ভোটের রাজনীতিতে জনগণের সমর্থন আদায়ের লড়াইয়ে নেমেছেন।
প্রথম দিকে খুব একটা আত্মবিশ্বাস না থাকলেও গত নভেম্বরে তার রাজনীতি ভাগ্যের মোড় ঘুরে যায়। ইমরান নিজেই বলেছেন, ‘আমি তো অবাক হয়ে গেছি, শুধু লাহোরে নয় পরে করাচিতেও প্রায় আড়াই লাখ মানুষ আমার সমাবেশে জড়ো হয়েছিল। ’ তার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা, জনকল্যাণের প্রাতিষ্ঠানিক রূপ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের আমূল পরিবর্তনের প্রতিশ্রুতির জন্য জনগণ আকৃষ্ট হয়েছে বলে মনে করেন তিনি।
ইমরান বলেন, ‘৮০ শতাংশ রাজনীতিক আমার সাথে যোগ দিয়েছে.. কারণ তাদের সন্তানেরা তাদের প্রতি বিতৃষ্ণ। ’
পাকিস্তানে জাতীয় নির্বাচন ২০১৩ সালের আগে অনুষ্ঠিত হওয়ার কথা নয়। কিন্তু ইমরানসহ অন্য বিরোধী নেতারা আগাম নির্বাচন দেওয়ার বর্তমান সরকারকে চাপ দিচ্ছে।
ইমরানের জনপ্রিয়তা বাড়ছে ব্যাপকভাবে। কিন্তু তা সত্ত্বেও ২০১৩ সালের নির্বাচনে রাজনীতির মাঠে কতোটা চমক তিনি দিতে পারবেন সে বিষয়টি পরিষ্কার নয়।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১২