ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আবারো বোমায় প্রকম্পিত বাগদাদ, নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, জানুয়ারি ২৭, ২০১২
আবারো বোমায় প্রকম্পিত বাগদাদ, নিহত ২৮

বাগদাদ: শুক্রবার আবারও আত্মঘাতী বোমায় প্রকম্পিত হলো ইরাকের রাজধানী বাগদাদ। বাগদাদের শিয়া অধ্যুষিত অঞ্চলে একটি জানাজা অনুষ্ঠানে গাড়ি বোমা বিস্ফোরণে ২৮ জন নিহত হয়েছে।

আহত হয়েছে আরো ৬০ জন।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাগদাদের জাফরানিয়া জেলায় এক জনবহুল বাজারের পাশ দিয়ে জানাজার উদ্দেশ্যে লাশ নিয়ে শোকার্ত মানুষ যাওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে।

নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, এটি একটি আত্মঘাতী গাড়িবোমা হামলা। হামলার লক্ষ্য ছিল কাছাকাছি একটি পুলিশ স্টেশন।

স্থানীয় সময় বেলা ১১টায় এই হামলার ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ।   মোহাম্মদ আল মালিকি নামের এক ব্যক্তির লাশ নিয়ে দাফনের উদ্দেশ্যে লোকজন যাচ্ছিল। আল মালিকিকে স্ত্রী-পুত্রসহ একদিন আগে বাগদাদের ইয়ারমুকে হত্যা করা হয়।

গত মাসে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে ইরাকে এ ধরনের হামলার ঘটনা বেড়ে গেছে। এই হামলার একদিন আগেই গত বৃহস্পতিবার অপর এক বোমা হামলায় ১৬ জন নিহত হয়।

বাংলাদেশ সময় : ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।