ভ্যাটিকেন সিটি: রোমান ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মরাষ্ট্র ভ্যাটিক্যানের অভ্যন্তরীণ দুর্নীতির খবর উদঘাটন করেছে ইতালির একটি টেলিভিশন। একটি বেসরকারি টিভিতে সম্প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ভ্যাটিকেন নড়েচড়ে বসেছে।
প্রতিবেদন জানানো হয়েছে, ভ্যাটিকেনের ঠিকাদারি পাইয়ে দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ তোলায় একজন শীর্ষ কর্মকর্তাকে জোরপূর্বক বদলি করা হয়েছে।
‘দ্য আনটাচেবল’ নামের শো’টি গত বুধবার সম্প্রচার করেছে বেসরকারি টিভি চ্যানেল লা-৭। তারা দেখিয়েছে, ওই দুর্নীতির ব্যাপারে ২০১১ সালে আর্চ বিশপ কারলো মারিয়া ভিগানো যিনি সে সময় ভ্যাটিকেন সিটির ডেপুটি গভর্নর ছিলেন পোপ বেনেডিক্টসহ উচ্চ পর্যায়েরর কর্মকর্তাদের কাছে একাধিকবার চিঠি দিয়েছেন।
এর প্রতিক্রিয়ায় গত বৃহস্পতিবার ভ্যাটিকেন এক বিবৃতিতে এই সাংবাদিকসুলভ অনুসন্ধান পদ্ধতির সমালোচনা করেছে। তবে সংরক্ষিত নথি প্রকাশিত হওয়ায় দুঃখ প্রকাশ করে তারা চিঠিগুলো সঠিক বলে স্বীকার করেছে।
ভিগানো ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ভ্যাটিকেন সিটির ডেপুটি গভর্নর ছিলেন। এই ক্ষুদ্র নগররাষ্ট্রটির বাগান, ভবন, রাস্তা, জাদুঘর এবং অন্যান্য অবকাঠামোর দেখভাল করার জন্য গঠিত বিভাগের দ্বিতীয় সারির কর্মকর্তা ছিলেন তিনি।
তাকে এখন ওয়াশিংটনে ভ্যাটিকেনের রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়েছে। তিনি জানিয়েছেন, ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার পর তিনি এক দুর্নীতির জাল আবিষ্কার করলেন। নামমাত্র মূল্যে বাইরের বিভিন্ন কোম্পানিকে রাষ্ট্রের ঠিকাদারি পাইয়ে দিতে ব্যাপক স্বজনপ্রীতি এবং বন্ধুপ্রীতি রয়েছে এখানে।
একটি চিঠিতে পোপকে তিনি বলেছেন, ভ্যাটিকেনের কিছু কর্মকর্তা তাকে বদলি করার চেষ্টা করছে। তাদের দুর্নীতির পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছেন তিনি।
ভিগানো ২০১১ সালের ২৭ মার্চ পোপকে লেখেন, ‘এই মুহূর্তে আমাকে বদলি করা হলে অন্য সৎ যারা আছেন, যারা ভ্যাটিকেনের বর্তমান অবস্থার পরিবর্তন সম্ভব বলে বিশ্বাস করেন তারা আশাহত হবেন। ভ্যাটিকেনের দুর্নীতির মূল রয়েছে এর ব্যবস্থাপনায় এবং অনেকগুলো বিভাগের অভ্যন্তরে।
২০১১ সালের ৪ এপ্রিল অপর একটি চিঠিতে তিনি লেখেন, তিনি অনুসন্ধানে জানতে পেরেছেন, ভ্যাটিকেনের কয়েকটি ব্যবস্থাপনা বিভাগ দু’টি তহবিলে বিনিয়োগ করেছে যে তহবিলগুলো ইতালির কয়েকজন ব্যাংকার দেখভাল করে। ব্যাংকাররা এই তহবিল ব্যবস্থাপনায় ভ্যাটিকেনের চেয়ে নিজেদের স্বার্থকেই বেশি গুরুত্ব দেয়।
ভিগানো জানান ২০০৯ সালের ডিসেম্বরে একটি আর্থিক লেনদেনেই ভ্যাটিকেনের ক্ষতি হয়েছে ২৫ লাখ ডলার।
ওই টিভি অনুষ্ঠানে ভিগানোর বর্ণিত ব্যাংকার কমিটির একজন সদস্যের সাক্ষাতকারও নেওয়া হয়েছে। তিনি ভিগানোর সব অভিযোগের কথা স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১২