দামেস্ক: সিরিয়ায় বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনী সরকারবিরোধী বিক্ষোভকারীদের প্রধান শহর শহর হোমস এবং হামায় ব্যাপক দমন অভিযান চালিয়েছে।
আসাদবিরোধী আন্দোলনকারী জনগণের ওপর সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে বিক্ষোভকারীরা।
গত বৃহস্পতিবার সরকারি বাহিনী হোমস শহরে ব্যাপক দমন অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছে তারা।
এদিকে আরব লিগ বাশার সরকারকে অভিযুক্ত করে বলেছে, সিরিয়ায় বর্তমানে সহিংসতার পরিমাণ আগের চেয়ে অনেক বেড়ে গেছে।
ব্রিটেনভিত্তিক ‘সিরিয়ান অবসার্ভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, শুক্রবার সকালের দিকে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সরকারি সেনারা বিক্ষোভকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
এসময় সেখানে ব্যাপক গোলাগুলি এবং বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে বলে জানায় সংস্থার প্রত্যক্ষদর্শীরা।
হামলায় সরকারি সেনাদের হাতে কমপক্ষে ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। শহরটি পরিদর্শনের জন্য তারা আরব লিগের পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছে।
এছাড়া হোমস শহরেও সেনাদের হামলায় ১০ জন বেসামরিক আন্দোলনকারী নিহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। শহরটিতে নিরাপত্তা বাহিনীর দমনাভিযানকে ‘ধ্বংসযজ্ঞ’ বলে অভিহিত করেছে প্রত্যক্ষদর্শীরা।
সিরিয়ায় বেসামরিক বিক্ষোভকারীদের ওপর বাশার আল আসাদ সরকারের অব্যাহতভাবে চালানো নিপীড়নের প্রতিবাদে সৌদি আরবসহ উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসির ছয় সদস্য রাষ্ট্র সিরিয়ায় আরব লিগের পর্যবেক্ষণ মিশন থেকে নিজেদের প্রতিনিধি প্রত্যাহার করে নিয়েছে।
বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১২