টোকিও: জাপানের ইয়ামানাশিতে শনিবার সকালে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আবহাওয়া সংস্থা এই খবর নিশ্চিত করেছে।
জাপানের ভূমিকম্প বার্তা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ২০ কিলোমিটার। স্থানীয় সময় সকাল ৭টা ৪৩ মিনিটে এটি আঘাত হানে।
উল্লেখ্য, ২০১১ সালের ১১ মার্চ টোকিওর উত্তর-পূর্ব অঞ্চলে ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল। এর ফলে সৃষ্ট সুনামিতে সেসময় প্রায় ২০ হাজার মানুষ প্রাণহারায় বা নিখোঁজ হয়। সেই সঙ্গে জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়ে এই শতকের ভয়াবহতম পরমাণু বিপর্যয় ঘটায়।
প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন ভূকম্প প্রবণ দেশগুলোর মধ্যে জাপান অন্যতম।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১২