ডাকার : সেনেগালের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সুপ্রিম কোর্টের দেওয়া একটি রায়ের প্রতিক্রিয়ায় দেশটিতে ব্যাপক সহিংসতা হয়েছে। শুক্রবার সেনেগালের সুপ্রিম কোর্ট ঘোষণা করে পরের মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো অংশগ্রহণ করতে বর্তমান প্রেসিডেন্ট আব্দুলেয়া ওয়েডের কোনো বাধা নেই।
সুপ্রিম কোর্টের এই ঘোষণার পরপরই রায়ের প্রতিবাদে দেশটির সরকারবিরোধীরা ক্ষোভে ফেটে পড়ে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে । প্রতিবাদকারীরা এ সময় রাজধানী ডাকারের রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে এবং বিভিন্ন ভবনে আগুন লাগিয়ে দেয় ।
এ সময় পুলিশের মধ্যে সংঘর্ষে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরের আঘাতে এক পুলিশ অফিসার নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।
এদিকে সেনেগালের ৮৫ বছর বয়সী বর্তমান প্রেসিডেন্ট আব্দুলেয়া এ পরিস্থিতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে জনগনকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি এই বিক্ষোভকে অযৌত্তিক বলেও সমালোচনা করেন।
দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে না থাকার বিধান সম্বলিত একটি আইন প্রেসিডেন্ট ওয়েডের দ্বিতীয় মেয়াদে প্রণয়ন করা হয় । কিন্তু এখন তিনি দাবি করছেন তার জন্য এই আইন প্রযোজ্য নয়। কারণ তিনি ক্ষমতায় এসেছেন আইন পাসের আগেই। অবশেষে বিষয়টি আদালতে গড়ায়।
যদি আদালত বর্তমান প্রেসিডেন্টের প্রার্থিতা অনুমোদন করে তবে আন্দোলনের ডাক দেওয়া হবে বলে সেনেগালের বিরোধীদলগুলো আগেই ঘোষণা দিয়েছিল।
শুক্রবার রাজধানী ডাকারে হাজার হাজার লোক আদালতের রায় শোনার অপেক্ষায় থাকে। রায় ঘোষণার পরপরই বিক্ষুব্ধরা রাজধানীর কেন্দ্রস্থল প্লেস ডি আইবেলিস্ক চত্বরে জড়ো হয়ে টায়ারে আগুন লাগিয়ে দেয়। পুলিশ তাদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এ সময় তারা দাঙ্গা পুলিশের ওপর পাথর নিক্ষেপ করতে থাকে।
বিক্ষুব্ধ জনতা রাজধানী ডাকারে ক্ষমতাসীন দলের দলীয় কার্যালয়েও আগুন লাগিয়ে দেয়।
শুক্রবার দিনের শেষে দেওয়া রায়ে সুপ্রিম কোর্ট বর্তমান প্রেসিডেন্ট আব্দুলেয়া ওয়েডসহ ১৪ প্রার্থীকে আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য বৈধ বলে ঘোষণা করেন। সেনেগালের প্রেসিডেন্ট নির্বাচন ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময় : ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১২