ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মেক্সিকোতে সাংবাদিক হত্যার নিন্দা জানালেন নোবেল বিজয়ীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৩, জানুয়ারি ২৮, ২০১২

মেক্সিকো সিটি: মেক্সিকোতে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে এবার সরব হলেন নোবেল বিজয়ীসহ বিশ্বের খ্যাতিমান লেখক, সাহিত্যিকরা।

মাদক পাচার সংক্রান্ত সহিংসতা কবলিত দেশটিতে সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান  হামলা, হত্যা এবং নির্যাতনের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিশ্বের সবচেয়ে খ্যাতিসম্পন্ন লেখক এবং সাহিত্যিকরা।

বিবৃতি দাতাদের মধ্যে নোবেল পুরস্কার বিজয়ী  লেখক এবং সাহিত্যিক আছেন সাত জন ।

মেক্সিকোর বহুল প্রচারিত সংবাদপত্র এল ইউনিভার্সেলের শুক্রবার প্রকাশিত হওয়া সংখ্যায় একটি পুরো পৃষ্ঠা জুড়ে এই বিবৃতি ছাপা হয়।

বিবৃতিতে তারা মেক্সিকো সরকারের প্রতি সংবাদ পরিবেশনের ওপর থেকে সকল প্রকার বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানান । এছাড়া স্বাধীনভাবে মত প্রকাশের অধিকারে হস্তক্ষেপ না করারও আহ্বান জানানো হয় বিবৃতিতে।

‘পেন ইন্টারন্যাশনাল রাইটার গ্রুপ’র পক্ষ থেকে প্রকাশ করা এই বিবৃতিতে স্বাক্ষর করেন বিশ্বের বিভিন্ন প্রান্তের সবচেয়ে বিখ্যাত ১৭০ লেখক এবং সাহিত্যিক।

বিবৃতিতে স্বাক্ষরদাতাদের মধ্যে নোবেল বিজয়ী লেখকরা হলেন জেএম কোয়েজি, নাডিন গর্ডিমার, টনি মরিসন, ওরহান পামুক, ওয়েলে সোয়েঙ্কা, মারিও বার্গাস লোসা এবং ডেরেক ওয়ালকট প্রমুখ।

এছাড়া নোবেল বিজয়ীদের পাশাপাশি বিবৃতিতে স্বাক্ষরকারী বিশ্বের অন্যান্য বিখ্যাত লেখকদের মধ্যে ছিলেন চিনুয়া আচেবে, মার্গারেট অ্যাটউড, এরিয়েল ডর্ফমান এবং সালমান রুশদি।

বিবৃতিতে লেখা হয়, ‘আমরা সারাবিশ্বের সব প্রান্তের লেখকেরা, আপনাদের এবং মেক্সিকোর জনগণের সঙ্গে একসঙ্গে এক কাতারে দাঁড়াচ্ছি, সকল হত্যাকাণ্ড, দ্বন্দ্ব থেকে অব্যাহতি এবং ভীতি প্রদর্শন বন্ধ করার আহ্বান জানাতে’।
 
বিবৃতিতে আরো উল্লেখ করা হয় ‘আমরা আপনাদের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, পাকড়াও করতে এবং বিচার করতে, যারা আপনাদের সহকর্মীদের নিশ্চুপ করিয়েছে এবং এখন আপনাদেরও চুপ করাতে চাচ্ছে। ’

মেক্সিকোকে সাংবাদিকদের জন্য পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে বিবেচনা করা হয়। মাদক পাচারজনিত সহিংসতা এবং অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপের জন্য কুখ্যাত মেক্সিকোতে ২০০০ সালের পর থেকে এ যাবৎ প্রায় ৬৭ সাংবাদিক নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।

বেশির ভাগ সাংবাদিক হত্যার সঙ্গেই মূলত দেশটির সংগঠিত অপরাধ চক্র জড়িত। মাদক পাচার এবং  অপরাধী চক্রের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পত্রিকায় প্রকাশের কারণে ক্ষুব্ধ হয়ে তারা সাংবাদিকদের ওপর আক্রমণ করে।

বর্তমানে  অবস্থা এত ভয়াবহ যে মেক্সিকোর অনেক সংবাদপত্র নিজেদের সাংবাদিকদের মৃত্যুর হাত থেকে রক্ষার জন্য সন্ত্রাসীদের কর্মকাণ্ডের খবর প্রকাশের ওপর স্বেচ্ছা বিধিনিষেধ আরোপ করে সংবাদ পরিবেশন করছে।

বাংলাদেশ সময় : ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।