ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দক্ষিণ সুদান তেল উৎপাদন বন্ধ করতে যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, জানুয়ারি ২৮, ২০১২
দক্ষিণ সুদান তেল উৎপাদন বন্ধ করতে যাচ্ছে

জুবা: আফ্রিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশ দক্ষিণ সুদান শনিবারের মধ্যে তেল উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে বলে সুদানকে হুঁশিয়ারি দিয়েছে। তেল রফতানির রাজস্ব ভাগাভাগি নিয়ে বিবাদ নিরসনে প্রতিবেশী সুদানের সঙ্গে দেশটির আলোচনা ব্যর্থ হওয়ার কারণে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভকির শুক্রবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।



উভয় দেশের প্রেসিডেন্টই ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে সঙ্কট নিষ্পত্তির জন্য আলোচনায় বসলেও কোনো সমাধানে পৌঁছতে পারেনি। এরপরই দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি দিলেন।

দক্ষিণ সুদান ২০১১’র জুলাই মাসে সুদান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র গঠন করে। তবে স্থলবেষ্টিত এই দেশটি এখনও তার উৎপন্ন তেল পরিবহন এবং রফতানির কাজে সুদানের অবকাঠামো এবং বন্দর ব্যবহার করে।

এই তেল রফতানি থেকে প্রাপ্ত অর্থের ভাগাভাগি নিয়ে কোনো সমঝোতায় পৌঁছতে না পারার কারণে উভয় দেশই বিবাদের লিপ্ত হয়।

সুদানের রাষ্ট্রীয় বাজেটের একটি বড় অংশ আসে তেল পরিবহনের প্রাপ্ত রাজস্ব থেকে। দক্ষিণ সুদানের স্বাধীনতার  সঙ্গে সঙ্গে সুদানের তেল উৎপাদনকারী অধিকাংশ এলাকাও হাতছাড়া হয়ে গেছে।

সুদান অভিযোগ করে আসছে তাদের অবকাঠামো ব্যবহার করে তেল রফতানির বিনিময়ে দক্ষিণ সুদান উপযুক্ত কর পরিশোধ করছে না। তবে দক্ষিণ সুদান এই অভিযোগ প্রত্যাখ্যান করে উল্টো সুদানকেই তেল চুরির দায়ে অভিযুক্ত করেছে।

বাংলাদেশ সময় : ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।