ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লাদেন বধের অন্তরালে পাকিস্তানি ডাক্তার!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, জানুয়ারি ২৮, ২০১২
লাদেন বধের অন্তরালে পাকিস্তানি ডাক্তার!

ওয়াশিংটন : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লিও প্যানেট্টা প্রথমবারের মতো জনসমক্ষে স্বীকার করলেন যে ওসামা বিন লাদেনের অবস্থান জানতে মার্কিন কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছিলেন এক পাকিস্তানি ডাক্তার।   তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করেই মে ২০১১ তে পাকিস্তানের অ্যাবোটাবাদে অবস্থিত ওসামা বিন লাদেনের বাসস্থান একটি গোপন কম্পাউন্ডে হামলা চালায় যুক্তরাষ্ট্রের নেভি সিল কমান্ডোরা।



প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেট্টা এক মার্কিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন অ্যাবোটাবাদে লাদেনের অবস্থান খুঁজে বের করতে পাকিস্তানি ডাক্তার শাকিল আফ্রিদির দেওয়া তথ্যই ছিল মার্কিন গোয়েন্দাদের প্রধান সূত্র।

ডাক্তার আফ্রিদি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র জন্য একটি ভ্যাক্সিনেশন কর্মসূচি পরিচালনা করেন। এর মাধ্যমে লাদেনের ডিএনএ নমুনা সংগ্রহ করে তিনি সিআইএকে সরবরাহ করেন। সিআইএ পরবর্তীতে এই ডিএনএ যাচাই করেই অ্যাবোটাবাদে লাদেনের উপস্থিতির ব্যাপারে নিশ্চিত হয়।

শাকিল আফ্রিদি অবশ্য এখন পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত। লিও প্যানেট্টা সাক্ষাৎকারে জানান, তিনি পাকিস্তানি এই ডাক্তারের জন্য খুবই উদ্বিগ্ন। তবে ওই কম্পাউন্ডে লাদেনের অবস্থান পাকিস্তানি কর্তৃপক্ষ আগে থেকেই জানতো কিনা সে ব্যাপারে নিশ্চিত নন বলে উল্লেখ করেন প্যানেট্টা।

লিও প্যানেট্টার এই সাক্ষাৎকার আগামী রোববার প্রচারিত হবে বলে জানায় সংবাদ মাধ্যম।

বাংলাদেশ সময় : ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।