ইম্ফল: ভারতের মনিপুর রাজ্যে শনিবার নির্বাচনী সহিংসতায় কমপক্ষে ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভোট চলাকালীন রাজ্যের চন্দেল জেলায় একদল লোক ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে সংঘর্ষ বাধে।
এদিকে টিপাইমুখ সংসদীয় আসন থেকেও সহিংসতার খবর পাওয়া গেছে। কিছু ভোটার একটি ভোট কেন্দ্রের ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ভাঙচুর করার চেষ্টা করলে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় নিরাপত্তারক্ষীরা কয়েক রাউন্ড ফাঁকাগুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে কেউ হতাহত হয়নি।
শনিবার দুপুর পর্যন্ত মনিপুরে ৪০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন বলে জানা যাচ্ছে।
এই রাজ্যের ৬০ সদস্য বিশিষ্ট আইনসভা নির্বাচনের জন্য ভোট গ্রহণ হচ্ছে। এর মাত্র এক সপ্তাহ আগেই রাজ্যে কয়েক দফা বোমা হামলা হয়েছে।
শুনিবার ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে চলে বিকেল ৩টা পর্যন্ত। সহিংসতার আশঙ্কায় রাজ্যজুড়ে ২ হাজার ৩৫৭টি ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ৮৭৫টি ভোট কেন্দ্র সবচে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১২