ডেভোস: অর্থনৈতিক সঙ্কট, বেকার সমস্যা, বাজেট ঘাটতি এসব নিয়ে হিমশিম খাচ্ছে বিশ্বের সর্ববৃৎ অর্থনীতি যুক্তরাষ্ট্র। এর মধ্যে দেশটির ট্রেজারি সচিব টিমোথি গিথনার গত শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্রে এখন খুব উচ্চ মাত্রার দারিদ্র্য এবং আয় বৈষম্য বিরাজ করছে।
সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনীতি ফোরামের (ডব্লিইইএফ) বার্ষিক সভায় এই মন্তব্য করেছেন তিনি। ২০১১ সালের শেষ তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২.৮ শতাংশ- সরকার এই তথ্য প্রকাশের দিনই এ ধরনের মন্তব্য করলেন গিথনার।
তিনি বলেন, ‘দেশে এখন অতি উচ্চমাত্রার দারিদ্র্য এবং আয় বৈষম্য রয়েছে। উন্নতির ব্যাপারে জনগণের আত্মবিশ্বাসেও ক্ষয় ধরেছে। ’
ট্রেজারি সচিব আরো বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ২০০৮ সালে মহামন্দার ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি। জনগণ এখনো ব্যাপকভাবে ঋণগ্রস্ত। বেকারত্ব এখনো অত্যন্ত বেশি, গৃহায়ণ এবং অবকাঠামো খাতের দুর্বলতা রয়েই গেছে।
দেশের প্রবৃদ্ধির সম্ভাবনার ব্যাপারে সতর্কবার্তা দিয়েছেন গিথনার। তিনি স্বীকার করেছেন, অবস্থা থেকে উত্তরণে শক্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আর এটা নির্ভর করছে বিশ্ব পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকে।
ইউরোপের ঋণ সঙ্কট বিশ্ব অর্থনীতিতে কালো ছায়া ফেলেছে উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে ধীর গতিতে হচ্ছে।
চলতি বছরে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মাত্র ২ থেকে ৩ শতাংশ প্রবৃদ্ধি আশা করা হচ্ছে বলে জানান গিথনার।
বাংলাদেশ সময়: ২৮, ২০১২