ঢাকা: চীনের নতুন চান্দ্র বছর থাইল্যান্ডের কুকুরদের জন্য কোনো সুখবর বয়ে আনেনি। বরং সবচে খারাপ সময় পার করছে তারা।
রীতি অনুযায়ী চীনের নতুন চান্দ্র বছরে ভিয়েতনামে থাই কুকুরের ব্যাপক চাহিদা দেখা দেয়। মেকং নদীর আশপাশের কুকুর চোরাকারবারীদের এখন পৌষ মাস। গভীর রাত পর্যন্ত হাজার হাজার কুকুর জাহাজে ভরে ট্রাকে করে লাওস নদীর তীর দিয়ে পাঠানো হয় ভিয়েতনামে। মধ্যাহ্ন বা সান্ধ্যভোজনে হ্যানয়ের ধনীদের খাবার টেবিলে শোভা পায় কুকুরের মাংসের নানা পদ।
নতুন বছরে হঠাৎ জমে ওটা কুকুর বাণিজ্যের ব্যাপারে ফুকেট ভিত্তিক সই ডগ ফাউন্ডেশনের জন ডালি জানিয়েছেন, পাচার হওয়া কুকুরগুলোর ৯৮ শতাংশই গৃহপালিত। চোরাকারবারিরা অনেক কুকুর চুরি করে পাচার করে দেয়।
থাইল্যান্ডের আশপাশের গ্রাম এবং শহর থেকে আস্তাকুঁড়ের কুকুর সংগ্রহ করা হয়। এমনকি মন্দির বা অনেকের বাগান থেকেও ধরে নিয়ে যাওয়া হয়। তারপর এদের সোজা ভিয়েতনামে চালান করা হয়।
কুকুরের মাংসের জন্য ভিয়েতনাম সবচে বড় বাজার। বিশেষ করে শীতকালে সেখানে কুকুরের মাংসের চাহিদা খুব বেড়ে যায়। শরীরের উষ্ণতাদায়ক খাবার এবং এই মাংস সৌভাগ্য বয়ে আনে বলে অনেকের বিশ্বাস রয়েছে।
ডালি জানান, বিক্রির জন্য ধরে আনা কুকুরগুলোর পরিবহন পদ্ধতি খুব নিষ্ঠুর। গত সেপ্টেম্বরে একটি ট্রাকে ১৩০টি কুকুর বস্তায় ভরে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে ৩০টির মতো।
কর্তৃপক্ষ জানায়, থাইল্যান্ডে এ ধরনের বাণিজ্য অবৈধ। থাই-ভিয়েতনাম মেডিক্যাল এসোসিয়েশনের হিসাব অনুযায়ী, প্রতি বছর মেকং নদী হয়ে প্রায় ৫০ হাজার কুকুর বাইরে চলে যায়।
চলতি জানুয়ারিতে থাই নৌবাহিনীর একটি দল ৮০০ কুকুর উদ্ধার করে। কুকুরগুলি ৪০টি খাঁচায় ভরে ছয় চাকার যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ একজনকে ধরতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
অনুসন্ধানে জানা গেছে, প্রকিটি কুকুর বিক্রি হয় ৫০০ থেকে ১০০০ বাথে। এর মধ্যে পেডিগ্রি জাতের কুকুরের যা ভিয়েতনাম থেকে দক্ষিণ চীনে যায়, চাহিদা সবচে বেশি তাই দামও চড়া।
থাইল্যান্ডে কুকুরের এমন ব্যবসা নিষিদ্ধ হলেও এর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট আইন নেই । সে কারণে এই ঘটনায় কেউ আটক হলে তাকে সাধারণ অপরাধ আইনে দণ্ড দেওয়া।
এযাবত যারা আটক হয়েছে কয়েক মাস জেল খেটে মুক্তি পেয়ে আবার তারা পূর্বের ব্যবসায় ফিরে গেছে।
এখন থাইল্যান্ডে কুকুরের মাংসের ব্যবসা কোনো বড় বিষয় নয়। এই চোরকারবারি করে কাড়িকাড়ি অর্থ উপার্জন করছে অসৎ লোকেরা, জানান ডালি।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১২