ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণে ইরানে আইএইএ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৫, জানুয়ারি ২৯, ২০১২
পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণে ইরানে আইএইএ

ঢাকা : জাতিসংঘের পর্যবেক্ষক গ্রুপ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইরানে তিনদিনের সফর শুরু করেছে। তেহরানের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য যাচাই করতেই এ সফর।



রোববার সকালে সফর শুরু করেছেন আইএইএ’র কর্মকর্তারা।

চলমান সফরের মধ্যেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্ব ও তেহরানের উত্তেজনা চলছে।

সংস্থাটির মহা-পরিচালক ইউকিয়া আমানো জানান, সংস্থাটির সব প্রশ্নের উত্তর দিতে হতে হবে ইরানকে।

ইরানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর অভিযোগ, দেশটি অস্ত্র তৈরির উদ্দেশে পরমাণু কর্মসূচি পরিচালনা করছে। তবে ইরান তা অস্বীকার করে জানাচ্ছে, তারা কোনো পরমাণু অস্ত্র তৈরি করছে না।

ইরানের সফররত আইএইএ দলের প্রধান ইউকিয়া আমানো জানান, পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইরানের সঙ্গে সব ইস্যুতে সমাধান হবে বলে তারা আশা করছেন।

ভিয়েনা এয়ারপোর্টে ইরানের উদ্দেশে রওনা দেওয়ার আগে আইএইএ’র ডেপুটি মহা-পরিচালক হারম্যান ন্যাকার্টস জানান, ‘বিশেষ করে আমরা আশা করছি ইরান আমাদের সঙ্গে যুক্ত হবে, দেশটির পরমাণু কর্মসূচি সামরিক উদ্দেশে পরিচালিত হচ্ছে কি না সে বিষয়ে। ’

আইএইএ-তে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী আসগর সুলতানিয়েহ জানান, এই পরিদর্শনের মধ্য দিয়ে শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং এতে ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ উদ্দেশ্যেও প্রমাণিত হবে।

গত বছর আইএইএ উদ্বেগ প্রকাশ করে জানায়, ইরানের পরমাণু কর্মসূচি সামরিক উদ্দেশে পরিচালিত হচ্ছে কি না তা নিয়ে তারা ভীষণ উদ্বিগ্ন।

বাংলাদেশ সময় : ০৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।