ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পেরুর মাদক নিরাময় কেন্দ্রে আগুন, নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, জানুয়ারি ২৯, ২০১২
পেরুর মাদক নিরাময় কেন্দ্রে আগুন, নিহত ২৬

লিমা: দক্ষিণ আমেরিকার রাষ্ট্র পেরুর রাজধানী লিমার একটি মাদক নিরাময় কেন্দ্রে আগুন লেগে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে । এছাড়া  অপর ১০ ব্যক্তি মারাত্মক আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো।



মৃতদের বেশির ভাগই  ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে নিহত হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে নিহতদের মধ্যে কোনো নারী নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

রাজধানী লিমার দারিদ্রপীড়িত এবং ঘনবসতিপূর্ণ জেলা সান হুয়ান দ্য লুরিগানচো জেলার নিরাময় কেন্দ্রটিতে শনিবার সকালের (স্থানীয়) খাবার খাওয়ার সময় এই আগুন লাগে।

‘ক্রিস্ট ইজ লাভ’ নামের মাদক নিরাময় কেন্দ্রটিতে মাদকাসক্তদের খ্রিস্টধর্মীয় শিক্ষা দেওয়ার মাধ্যমে চিকিৎসা দেওয়া হতো বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অগ্নিনির্বাপকরা জানিয়েছে, আগুন লাগার সময় অগ্নিদগ্ধ ভবনটির দরজা তালা মারা থাকায়  সেখানে অবস্থানরত রোগীরা আটকে পড়ে। ধোঁয়া এবং আগুনে আচ্ছন্ন ভবনটির জানালা দিয়ে অনেকে এসময় বাঁচার আশায় বাইরে লাফিয়ে পড়ে।

এদিকে দুর্ঘটনার পর পেরুর স্বাস্থ্য মন্ত্রী আলবার্তো তেজাদা সংবাদ মাধ্যমকে জানান, মাদক নিরাময় কেন্দ্রটি কোন প্রকার অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। এর আগেও কর্তৃপক্ষ দুইবার নিরাময় কেন্দ্রটি বন্ধের নির্দেশ দিয়েছিলো বলে দাবি করেন তিনি।
 
দুর্ঘটনার শিকার মাদক নিরাময় কেন্দ্রটির মালিককে পুলিশ খুঁজছে বলে জানিয়েছেন পেরুর স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিয়েল লোজাদা।

আগুন লাগার সঠিক কারণ এখনও পুরোপুরি পরিষ্কার নয়, তবে ধারণা করা হচ্ছে কেন্দ্রটিতে নিরাময়ের অপেক্ষায় থাকা মাদকাসক্তদের অভ্যন্তরীণ বিবাদকে কেন্দ্র করে অথবা এখান থেকে রোগীদের পালানোর চেষ্টার সময়ে দুর্ঘটনাবশত জাজিমে আগুন লেগে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।