দামেস্ক: সিরিয়া থেকে পরিদর্শক দল প্রত্যাহার করে নিয়েছে আরব লীগ। চলতি সপ্তাহে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের হাতে অন্তত ৮০ জন বেসামরিক নিহত হওয়ার ঘটনায় আরব লীগ এই সিদ্ধান্ত নেয় বলে জানানো হয়।
গত বছরের ডিসেম্বর মাসে আরব লীগ পরিদর্শক দল সিরিয়াতে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘঠিত হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সিরিয়া সফর শুরু করে। পরিদর্শনের এক পর্যায়ে পরিদর্শক কমিটি বিতর্কিত অবস্থানে চলে আসে। এমতাবস্থায় আরব লীগ সিরিয়া সরকারের কাছে আরব লীগ পরিদর্শক দল একটি ক্ষমতা হস্তান্তর প্রস্তাব পেশ করে। কিন্তু আসাদ সরকার কর্তৃক প্রস্তাবটি নাকচ হয়ে যায়।
আরব লীগের পরিদর্শক দল সিরিয়া ছাড়ার আগেই অবশ্য পরিদর্শকদের অনেকেই সিরিয়া ছেড়ে চলে যায়। প্রথমত সৌদিআরব তাদের পরিদর্শক সরিয়ে নেয়। এরপর একে একে উপসাগরীয় আরব দেশগুলোও তাদের পরিদর্শক সরিয়ে নেয় সিরিয়া থেকে।
আরব লীগ পশ্চিমাদের হয়ে কাজ করছে এমন অভিযোগ করে আসছে সিরিয়া সরকার।
আরব লীগের সেক্রেটারি জেনারেল জেনারেল নাবিল আল আরাবি এক বিবৃতিতে বলেন, ‘সিরিয়াতে অবস্থার অবনতি হচ্ছে দিন দিন। সহিংসতার ঘটনাও বাড়ছে বেশ। এমতাবস্থায় অতিস্বত্ত্বর সিরিয়া থেকে আরব লীগ পরিদর্শক দলকে সরিয়ে নেওয়া হলো। ’
আরব লীগ কাউন্সিলে সিরিয়া প্রশ্নে পরবর্তী আলোচনা হবে বলেও আরাবি জানান।
সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সানা জানায়, ‘আরব লীগের নেওয়া সিদ্ধান্তের ব্যাপারে সিরিয়া বিস্মিত। যেখানে গত মাসেই তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা আরও একমাস অবস্থান করবেন সিরিয়াতে, সেখানে তড়িঘড়ি করেই তারা একপ্রকার সিরিয়া ছেড়ে চলে গেল। ’
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২