ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র পৌঁছেছেন সালেহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪২, জানুয়ারি ২৯, ২০১২
চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র পৌঁছেছেন সালেহ

সানা: ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। গত বছর নিজ প্রেসিডেন্ট ভবনে রকেট হামলায় আহত হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে গেলেন।



গত সপ্তাহে প্রেসিডেন্ট সালেহ দেশটির টেলিভিশনে বিদায়ী ভাষণ দেন জাতির উদ্দেশ্যে। গত ৩৩ বছর ধরে ইয়েমেনর রাষ্ট্রক্ষমতায় আছেন প্রেসিডেন্ট সালেহ।

ইয়েমেনে প্রায় এক বছর ধরে চলা বিক্ষোভ-প্রতিবাদে কয়েকশ মানুষ মারা যায়। সালেহ’র রাষ্ট্রক্ষমতা হস্তান্তর নিযে আন্দোলন দানা বাধলেও সালেহ বরাবর ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানান।

সালেহ ওমান এবং যুক্তরাজ্য হয়ে ওয়াশিংটনে পৌঁছান। তবে ওয়াশিংটন তাকে থাকার অনুমতি না দেওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়েছে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য।
 
ইয়েমেন দূতাবাসের মুখপাত্র মোহাম্মদ আলবাসা একটি আন্তর্জাতিক বার্তাসংস্থাকে জানান, ‘প্রেসিডেন্ট সালেহ আজ সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে পৌঁচেছেন। ’

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সালেহর যুক্তরাষ্ট্রে আগমনের ব্যাপারে নিশ্চিত করেছে।

গত নভেম্বরে সালেহ তার ডেপুটির কাছে ক্ষমতা হস্তান্তর করে। উপসাগরীয় আরব দেশগুলোর দেওয়া চুক্তি অনুযায়ী তিনি ক্ষমতা হস্তান্তর করেন। তবে যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত ইযেমেনে নির্বাচন অনুষ্ঠিত না হচ্ছে ততদিন পর্যন্ত সালেহকে দেশের বাইরে থাকার পরামর্শ দেয়।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।