ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর গুলিতে ১১ বোকো হারাম সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, জানুয়ারি ২৯, ২০১২

আবুজা : নাইজেরিয়ার সেনাবাহিনী দেশটির ইসলামপন্থী জঙ্গি সংগঠন বোকো হারামের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ১১ জনকে গুলি করে হত্যা করেছে। দেশটির সংঘাত কবলিত উত্তর পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশের রাজধানী মাইদুগুরিতে এ ঘটনা ঘটে বলে জানায় একজন সরকারি মুখপাত্র।



সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে তাদের মৃত্যু ঘটে বলে সরকারি মুখপাত্র দাবি করলেও, বোকো হারাম সরকারের এই দাবিকে প্রত্যাখ্যান করে বলেছে সেনাবাহিনীর ছত্রছায়ায় নিরাপত্তা বাহিনী তাদের সদস্যদের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে ঠাণ্ডা মাথায় হত্যা করেছে।

বোকো হারামের দাবি সত্যি হয়ে থাকলে শনিবারের এই হত্যাকাণ্ড নাইজেরিয়ান সরকারের বোকো হারাম বিরোধী শক্ত অবস্থানকেই পরিষ্কার করে বলে ধারণা করছেন পর্যবেক্ষরা।

তবে একই সঙ্গে এই ঘটনার পর নাইজেরিয়ার সহিংস পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০০৯ সালে একই রকম এক ঘটনায় বোকো হারামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউসুফ পুলিশ হেফাজতে নিহত হলে নাইজেরিয়ায় সহিংসতা তীব্রতর হয়।

এদিকে বোকো হারামের একজন মুখপাত্র হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি শনিবার গ্রেফতার হওয়া তাদের নেতাকর্মীদের ছেড়ে না দেওয়া হয় তবে কানোর মতো আরো ভয়াবহ হামলা চালানো হবে।

একই সঙ্গে তিনি লড়াই বন্ধের জন্য নাইজেরিয়ান প্রেসিডেন্ট গুডলাক জোনাথনের সাম্প্রতিক আহ্বানকেও প্রত্যাখ্যান করেন। ‘যখন আমাদের কর্মীদের হত্যা করা হচ্ছে তখন একই সময়ে আলোচনার চিন্তা অসম্ভব’  বিবৃতিতে  উল্লেখ করেন বোকো হারাম মুখপাত্র।

বাংলাদেশ সময় : ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।