নাঈপিদো: আগামী এপ্রিলের নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী নির্বাচনী সফরে ব্যাপক সাড়া পাচ্ছেন মিযানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি।
এই প্রথমবারের মতো সু চি ইয়াঙ্গুনের বাইরে কয়েক মাসের জন্য থাকছেন।
২০১০ সালে গৃহবন্দীত্ব থেকে মুক্তি পান ৬৬ বছর বয়সী এই গণতন্ত্রপন্থী নেত্রী। হাজার হাজার উৎসাহিত জনতা তাকে সফরকালীন সময়ে সম্বর্ধনা দিতে ভিড় জমায়।
মিয়ানমারের সেনাসমর্থিত সরকার দেশটির পুনর্গঠনে ভূমিকা পালন করবে এমন প্রতিশ্রুতি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়।
সু চি নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি পার্টি আগামী নির্বাচনে দেশটির সংসদীয় সবকটি আসন থেকেই নির্বাচনে অংশগ্রহন করবে বলে জানিয়েছে। সু চি নিজে দাঁড়াবেন কাওহামু শহর থেকে।
এনএলডি’র একজন মুখপাত্র একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, সু চি এখন ডয়েই’তে অবস্থান করছেন। সেখানকার স্থানীয় পার্টিকে সংগঠিত করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২