ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সোমালিয়ায় বেতার কেন্দ্রের পরিচালককে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, জানুয়ারি ২৯, ২০১২
সোমালিয়ায় বেতার কেন্দ্রের পরিচালককে হত্যা

মোগাদিসু : সোমালিয়ায় বন্দুকধারীদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। রাজধানী মোগাদিসুর একটি প্রধান বেতার সম্প্রচার কেন্দ্রের পরিচালককে তার বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।



হাসান ওসমান আবদি নামের মোগাদিসুর বেতার সম্প্রচার কেন্দ্র রেডিও শাবেলে’র এই পরিচালক শনিবার নিজ বাসগৃহের সদর দরজা দিয়ে ঢোকার সময়ে দু’জন ব্যক্তি তার পথরোধ করে। মোহামেদ মোয়ালেম নামের তার এক আত্মীয় জানায় হামলাকারীরা তার মাথা এবং কাঁধে বেশ কয়েকবার গুলি করে।

বেতার কেন্দ্রটির একজন প্রযোজক ২৯ বছর বয়সী তিন সন্তানের জনক এই সাংবাদিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
 
এ সময় বেতার কেন্দ্রটি তাদের নিয়মিত অনুষ্ঠান স্থগিত করে তাদের নিহত পরিচালকের আত্মার শান্তির জন্য পবিত্র কোরআনের বিভিন্ন অংশের তেলাওয়াত সম্প্রচার করে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।

বিগত ২০ বছর ধরে গৃহযুদ্ধ আক্রান্ত সোমালিয়াকে সাংবাদিকদের জন্য বিশ্বের অন্যতম বিপদসঙ্কুল স্থান বলে অভিহিত করা হয়।

সোমালিয়ায় ২০০৭ থেকে এ যাবৎ প্রায় ২৫ সাংবাদিক নিহত হয়েছে বলে গত ডিসেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে সাংবাদিকদের অধিকার সংরক্ষণে কাজ করে যাওয়া আন্তর্জাতিক সংগঠন ‘রিপোর্টার উইদাউট বর্ডার’। হাসান ওসমান আবদি হলেন ২০১২ সালে নিহত হওয়া সোমালিয়ার প্রথম সাংবাদিক।

উল্ল্যেখ্য, হাসান আবদি এই বেতার কেন্দ্রটির তৃতীয় পরিচালক যিনি সন্ত্রাসীদের হাতে নিহত হলেন। এর আগে গত ২০০৭ এবং ২০০৯ সালে বেতার কেন্দ্রটির সাবেক পরিচালক বশির নূর গেদি ও মুখতার মোহামেদ হিরাবেকে হত্যা করা হয়।

সোমালিয়ায় ইতোপূর্বে সংঘটিত সাংবাদিক হত্যার সঙ্গে জড়িত অভিযুক্তদের বিচারের আওতায় না আনার ফলেই নতুন এই হত্যাকাণ্ড সংঘটিত হলো বলে অভিযোগ করেছে সংগঠনটি।

বাংলাদেশ সময় : ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।