ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পুঁজিবাদের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল অকল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, জানুয়ারি ২৯, ২০১২
পুঁজিবাদের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল অকল্যান্ড

অকল্যান্ড: পুঁজিবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অকল্যান্ডে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ জনতা। শনিবার রাতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৩০০ জন বিক্ষোভকারী গ্রেফতার হয়েছে এবং তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।



অকল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানায়, শনিবার দুপুরের দিকে প্রতিবাদকারীরা যখন হেনরি জে কায়সার কনভেনশন সেন্টারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তখনই মূলত ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। প্রতিবাদের একসময় প্রতিবাদকারীরা ব্যারিকেড এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে শুরু করলে পুলিশ কাদুণে গ্যাস ছুড়ে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

পুলিশ আরও জানায়, ‘এসময় প্রতবাদকারীরা পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে বোতল, লোহার পাইপ, ধোয়া বোমা এবং বিভিন্ন দ্রব্যাদি পুড়িয়ে ছুড়ে মারে।   প্রতিউত্তরে পুলিশ বাহিনী  কাদুনে গ্যাস নিক্ষেপ করে। ’

প্রতিবাদকারীদের ওয়েবসাইট অকিউপাইঅকল্যান্ডমুভইনডে.অর্গ থেকে প্রতিবাদকারীদের উদ্দেশ্যে যাবতীয় নির্দেশনা দেওয়া হয়। ওয়েবসাইটটি থেকেই শনিবার কনভেনশন সেন্টার খালি করার আন্দোলন শুরু করার ঘোষণা দেওয়া হয়।

অকিউপাই অকল্যান্ড মিডিয়া টিমের সদস্য কেনজামিন ফিলিপস বলেন, ‘আমরা একটা কমিউনিটি সেন্টার স্থাপন করতে যাচ্ছি। এটা এমন একটা জায়গাতে করতে চাই যেখান থেকে আমরা মানুষদের বাসস্থান, খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করতে পারবো। ’

এক খোলা চিঠিতে মেযর জেন কুয়ানকে উদ্দেশ্য করে বিমানবন্দর বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এছাড়াও সিটি হল দখল করার হুমকিও দেয় প্রতিবাদকারীরা।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।