ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইউরোপিয় পণ্য আমদানি নিষিদ্ধ করতে পারে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, জানুয়ারি ২৯, ২০১২
ইউরোপিয় পণ্য আমদানি নিষিদ্ধ করতে পারে ইরান

তেহরান: ইউরোপ থেকে সকল পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ইরান। ইরানের তেল আমদানির ওপর সম্প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপিয় ইউনিয়ন।

এই নিষেধাজ্ঞার প্রেক্ষিতেই ইরান এমন সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছে ইরানের টেলিভিশন চ্যানেল।

টিভি চ্যানেলটি দেশটির সংসদীয় কমিটির ডেপুটি চেয়ারম্যান নাসের সুদানির বরাত দিয়ে জানায়, ‘এ সংক্রান্ত একটি বিল সংসদে উত্থাপন করা হবে। এ নিয়ে কাজ চলছে। যেসকল দেশ আমাদের বিরুদ্ধে অবরোধ জারি করেছে সেই দেশগুলো থেকে পণ্য আমদানি নাও করা হতে পারে। ’

গত সোমবার ইউরোপিয় ইউনিয়ন ইরানের তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইরান চলতি মাসের গোড়ার দিকে ঘোষণা দেয় যে তারা কওমের শিয়া শহরে পরমাণু সমৃদ্ধকরণ প্রক্রিয়া চালাচ্ছে। এই ঘোষণার পরই ইউরোপিয় ইউনিয়ন ইরানের তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
 
পশ্চিমা দেশগুলোর দাবি ইরান পরমাণু অস্ত্র বানানোর জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প শুরু করেছে। যদিও পশ্চিমাদের এই দাবি ইরান বরাবরই নাকচ করে আসছে।
 
সুদানি আরও বলেন, ‘ইউরোপিয় ইউনিয়নের এই নিষেধাজ্ঞা তাদেরই বিপদে ফেলবে। কারণ পশ্চিমা দেশগুলোর অন্য কোনো তেলের উৎস নেই। এই নিষেধাজ্ঞার ফলে তেলের দাম বেড়ে যাবে এবং এতে করে তাদের খরচ বেড়ে যাবে। ’

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।