ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ার সেনা ও বিদ্রোহী সেনা সংঘর্ষ, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২২, জানুয়ারি ২৯, ২০১২
সিরিয়ার সেনা ও বিদ্রোহী সেনা সংঘর্ষ, নিহত ৯

বেইরুত: সরকার বিরোধী বিক্ষোভে অস্থিতিশীল সিরিয়াতে রোববার সেনা বাহিনীর সঙ্গে বিদ্রোহী সেনা সদস্যদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলের শহরতলীতে ওই সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় মানবাধিকার কর্মীরা ও রাষ্ট্রীয় গণমাধ্যম।



গণমাধ্যম সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকেই অস্থিতিশীল ওই এলাকায় ট্যাঙ্ক ও সামরিক যান মোতায়েন করা হয়। এর আগের দিনই সেখানে কয়েক দফা সংঘর্ষ হয়েছে।

বাশার আল আসাদ সরকার চাচ্ছে দেশের অন্য প্রান্তে বিচ্ছিন্ন প্রতিবাদ বিক্ষোভ হলেও রাজধানী এলাকা বিক্ষোভমুক্ত রাখতে। এ এলাকা থেকে বিক্ষোভকারী, ভিন্নমতাবলম্বী এবং বিদ্রোহী সেনাদের উচ্ছেদ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

গত ১০ মাস ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভ স্তিমিত করতে ব্যর্থ হয়ে আসাদ প্রশাসন এখন সামরিক বাহিনীকে কাজে লাগানোর চেষ্টা করছে। কিছু সেনাও বিরোধীদের সঙ্গে যোগ দেওয়ায় বিক্ষোভ এখন সশস্ত্র রূপ নিচ্ছে। গত বৃহস্পতিবার থেকে ধারাবাহিক সহিংসতায় প্রায় একশ’ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত ১০ মাসে বিক্ষোভ দমন করতে গিয়ে কমপক্ষে ৫ হাজার ৪শ’ বিক্ষোভকারীকে হত্যা করেছে বাশারের নিরাপত্তা বাহিনী।

এদিকে জানা গেছে, সিরিয়াতে সহিংসতা বন্ধের লক্ষ্যে নতুন একটি প্রস্তাব নিয়ে জাতিসংঘে আলোচনা চলছে। একই উদ্দেশ্যে আরব লিগের শান্তি পরিকল্পনা নিয়ে আগামী সপ্তাহে আলোচনা হওয়ার কথা রয়েছে।

তবে এই আলোচনা খুব একটা ফলপ্রসূ হ্ওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। প্রথমেই দুটি শক্ত বাধার মুখে পড়েছে এই প্রস্তাব; যেমন: আরব লিগের পরিকল্পনা প্রত্যাখ্যান করছে দামেস্ক। একে সিরিয়ার সার্বভৌমত্বে হস্তক্ষেপ বলে বর্ণনা করছে তারা। দ্বিতীয়ত: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার বিরুদ্ধে যেকোনো অবরোধ আরোপে ভেটো দেওয়ার হুমকি দিচ্ছে রাশিয়া।

এর মধ্যে গত শনিবার আরব লিগ ঘোষণা দিয়েছে, সিরিয়াতে সহিংসতা উত্তরোত্তর বেড়ে যাওয়ার প্রেক্ষিতে তারা তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষক প্রত্যাহার করেছে। লিগের পরিষদ আলোচনার মাধ্যমে এই পর্যবেক্ষণ মিশনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত মিশন স্থগিত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।