নয়াদিল্লি: ভারতের কংগ্রেস দলের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করার আহ্বান জানিয়েছেন প্রধান বিরোধী দল বিজেপির মুখপাত্র রবি শংকর প্রসাদ।
দেশ পরিচালনায় রাহুলের যোগ্যতা নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেছেন, ‘রাহুল গান্ধীকে একবারের জন্য প্রধানমন্ত্রী হতে দিন।
ভারতের সবচে বড় নির্বাচনী রাজ্য উত্তর প্রদেশের নির্বাচনকে ঘিরে কংগ্রেস, বিজেপি, মায়াবতীর বহুজন সমাজ পার্টি এবং মুলায়েম সিং যাদবের সমাজবাদী পার্টির চতুর্মুখী লড়াই জমে উঠেছে। এই ভোটকে সামনে রেখে রবি শংকর প্রসাদ এই আক্রমণাত্বক মন্তব্য ছুড়ে দিলেন।
গান্ধী পরিবারের তরুণ এই উত্তরাধিকারীর উদ্দেশ্যে লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিজেপির এই নেতা বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার মতো যোগ্যতা রাহুলের নেই।
উত্তর প্রদেশের নির্বাচনে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস এবার ভোটের ময়দানে মরিয়া হয়ে নেমেছে। ৪০ বছর বয়সী তরুণ এই কংগ্রেস নেতা এ উদ্দেশ্যে ব্যাপক প্রচারণাও চালিয়ে যাচ্ছেন।
প্রচারণায় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী দলিত নেত্রী মায়াবতীর বহুজন সমাজপার্টির সরকারকে ব্যাপক দুর্নীতির অভিযোগে তুলোধুনো করছেন তিনি।
এদিকে সম্প্রতি কেন্দ্রে কংগ্রেস সরকার পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের অধিকার সংরক্ষণে একটি আইন পাস করেছে। এ কারণে আসন্ন নির্বাচনে উত্তরপ্রদেশ রাজ্যে কংগ্রেস মুসলিম ভোটারদের একচেটিয়া সমর্থন পাবে বলে ধারণা করা হচ্ছে।
এই রাজ্যে ভোটের রাজনীতিতে সংখ্যালঘু মুসলিমরা একটি বড় নিয়ামক। মোট ভোটারের ১৮ শতাংশ মুসলিম।
অপরদিকে বিজেপি শুরু থেকেই এই আইনের বিরোধিতা করে আসছে। এমনকি ক্ষমতায় গেলে আইনটি বাতিল করার ঘোষণাও দিয়েছে তারা। এই সাম্প্রদায়িক ইস্যু সামনে এনে রাজ্যের কট্টর হিন্দুদের ভোট টানাই তাদের লক্ষ্য।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২