ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এক হাজার কোটি ডলারের শেয়ার ছাড়ছে ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৩, জানুয়ারি ২৯, ২০১২
এক হাজার কোটি ডলারের শেয়ার ছাড়ছে ফেসবুক

নিউইয়র্ক: অবশেষে পুঁজিবাজারে আসছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। আগামী সপ্তাহেই এক হাজার কোটি ডলারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও’র জন্য আবেদন করবে বলে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে।



এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে দিয়েছে বলে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার ভিত্তিক পত্রিকা ওয়াল স্ট্রীট জার্নাল জানিয়েছে।

পত্রিকাটি জানিয়েছে, ফেসবুক কর্তৃপক্ষ আগামী বুধবারের মধ্যে ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) কাগজপত্র দাখিল করার কথা বলেছে। তবে দিন-তারিখ এখনও চূড়ান্ত হয়নি। নির্বাহী কর্মকর্তারা এর জন্য আরো কয়েক সপ্তাহ সময় নেওয়ার কথা বিবেচনা করছেন বলে জানা গেছে।

ক্যালিফোর্নিয়া ভিত্তিক সামাজিক যোগাযোগ মোগল মেনলো পার্ক আশা করছেন, এর প্রাথমিক মূল্য ৭ হাজার ৫শ কোটি থেকে ১০ হাজার কোটি ডলার হবে। শেয়ারের সব হিস্যা কেনার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন মার্কিন পুঁজিবাজারের অন্যতম শীর্ষ ব্রোকার মরগান স্ট্যানলি। পার্কের অনুমান তার প্রস্তাবিত অর্থের সমান।

এদিকে পুঁজিবাজারের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান গোল্ডমান স্যাকসও এই লেনদেনে বড় ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফেসবুকের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ওয়ালস্ট্রিট জার্নাল নিশ্চিত করেছে, ফেসবুক ১০ হাজার কোটি ডলার মূল্যমানের আইপিও নিয়ে বাজারে আসেছে। এ যাবতকালে মার্কিন পুঁজিবাজারে আসা বৃহৎ আইপিওগুলোর একটি হতে যাচ্ছে এটি। বর্তৃমান বাজারে সবচেয়ে বেশি শেয়ার ছাড়া কোম্পানির তালিকায় ষষ্ঠ অবস্থানে স্থান করে নেবে ফেসবুক।

অন্যদিকে মার্কিন পুঁজিবাজারে শেয়ার ছাড়ার মাধ্যমে ইন্টারনেট কোম্পানির মধ্যে ফেসবুক হতে যাচ্ছে পুঁজিবাজারে সবচেয়ে বেশি আইপিও ছাড়া প্রতিষ্ঠান।
 
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।