ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতীয় সেনাপ্রধানের বয়স বিতর্ক: নথিপত্রে সংশোধনীর নির্দেশ সরকারের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪০, জানুয়ারি ২৯, ২০১২
ভারতীয় সেনাপ্রধানের বয়স বিতর্ক: নথিপত্রে সংশোধনীর নির্দেশ সরকারের

নয়াদিল্লি: ভারতের সেনাপ্রধান ভিকে সিংয়ের বয়স বিতর্কের অবসান ঘটাতে সেনাবাহিনীর নথিপত্রে সংশোধনী আনার নির্দেশ দিয়েছে সরকার।

রোববার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নথিপত্রে সেনাপ্রধানের দ্বৈত জন্মসাল সংশোধনের নির্দেশ দিয়ে অ্যাডজুট্যান্টস জেনারেল শাখায় চিঠি দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।



সেনাপ্রধান ভিকে সিংয়ের বয়স নিয়ে বিতর্কের বিষয়টির ওপর দেশের সর্বোচ্চ আদালতে শুনানি শুরু হওয়ার মাত্র ক’দিন আগে সরকার এই নির্দেশ দিল।

ভারতীয় সেনাবাহিনীর নথিপত্র সংরক্ষণকারী শাখা অ্যাডজুট্যান্ট জেনারেলের নথিতে সেনাপ্রধানের জন্মসাল লেখা রয়েছে ১৯৫১ সাল। সরকার চাচ্ছে এই সাল পরিবর্তন করে ১৯৫০ করতে।

আগামী ৩ ফেব্রুয়ারি এই বিষয়টির ওপর শুনানি অনুষ্ঠানের দিন ধার্য রয়েছে। দৃশ্যত এর আগেই সরকার এই বিষয়টির অবসান ঘটাতে চাচ্ছে যেখানে তাদের সিদ্ধান্তই বহান থাকবে।

সেনাপ্রধান ভিকে সিং বয়স বিতর্কে আদালতে সরকারের মুখোমুখি হন গত ১৬ জানুয়ারি। ভারতের ইতিহাসে কোনো সেনাপ্রধানের ক্ষেত্রে এমন ঘটনা এই প্রথম ঘটল।

সিংয়ের দাবি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী তার জন্ম ১৯৫০ সাল নয়, ১৯৫১ সাল। সমস্যা হলো, সেনবাহিনীর বিভিন্ন নথিপত্রে দুই সালই উল্লেখ রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাব মতে, তাকে এ বছরই অবসরে যেতে হয়। কিন্তু সেনা প্রধান তা মানতে নারাজ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।