ঢাকা: বিড়াল জাতীয় প্রাণীরা অন্ধকারেও দেখতে পায় এই কথা সবার জানা। কিন্তু মানুষের দৃষ্টিশক্তিও এমন হতে পারে এ খবর নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো।
চীনের দক্ষিণাঞ্চলের অধিবাসী নং ইউহুই’র বয়স এখন মাত্র ৮ থেকে ১০ বছর। সে অন্ধাকারেও সবকিচু স্পষ্ট দেখতে পায়।
চীনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, ওই বালক এমন এক বিরল চোখের অধিকারী যে কয়লার মতো কালো বা অন্ধকার পরিবেশেও স্পষ্ট দেখতে পায়, যেমনটি মানুষ দিনের আলোতে দেখে।
অবশ্য এ খবর এর আগেও একবার প্রকাশ পেয়েছিল। ২০০৯ সালে নং ইউহুই’র বাবা নং শিহুয়া যখন ছেলের এই অস্বাভাবিক চোখের কারণে ভয় পেয়ে দাহুয়া তাকে হাসপাতালে নিয়েছিলেন তখন বিষয়টি বাইরে জানাজানি হয়ে যায়।
চলতি মাসের প্রথম দিকে একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ ওই বালককে দেখতে তার গ্রামের বাড়ি যান। পরে তিনি তার অভিজ্ঞতার কথা ইউটিউবসহ নানা মাধ্যমে প্রকাশ করে দেন।
২০১২ সালের ২০ জানুয়ারি ইউটিউবে আপলোড করা ভিডিওতে দেখা যাচ্ছে, ওই বিশেষজ্ঞ বালকটির চোখে টর্চের আলো ফেলছেন আর সেখান থেকে উজ্জল নীল-সবুজ আলোর বিচ্ছুরণ বেরিয়ে আসছে। স্বাভাবিক অবস্থায়ও তার চোখ অত্যন্ত নীল।
‘Alien Hybrid or Starchild discovered in China? 2012’- শিরোনামের ভিডিওতে ছেলেটির বাবা এবং শিক্ষকের সাক্ষাতকারও যুক্ত করা হয়েছে।
তার বাবা বলেছেন, চিকিৎসকরা তাকে বিষয়টি নিয়ে চিন্তিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। বেড়ে উঠার সাথে সাথে এটা স্বাভাবিক হয়ে যেতে পারে বলে জানিয়েছেন তারা।
তবে এতোদিনেও তার চোখের কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি বলে তার বাবা জানাচ্ছেন।
ছেলেটির শিক্ষকরা জানান, ইউহুই প্রায় বলত, দিনের আলোতে তার দেখতে সমস্যা হচ্ছে। সবকিছু ঝাপসা লাগে।
বিশেষজ্ঞরা বলছেন, ইউহুই বিরল চোখ নিয়ে জন্মেছে। চিকিৎসা বিজ্ঞানে একে বলে লিউকোডারমিয়া। এই সমস্যা নিয়ে যারা জন্মায় তাদের চোখের রঞ্জক প্রতিরোধক ক্ষমতা কম হয় এবং এসব চোখ আলোর প্রতি অতিমাত্রায় সংবেদনশীল।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২