ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ফ্লোরিডার রাস্তায় গাড়ির স্তুপ, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৪, জানুয়ারি ৩০, ২০১২
ফ্লোরিডার রাস্তায় গাড়ির স্তুপ, নিহত ১০

ফ্লোরিডা: যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডার একটি মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে। অনেকগুলো গাড়ির মধ্যে সংঘর্ষ বাধলে এই ঘটনা ঘটে।

রাস্তায় দুমড়েমুচড়ে যাওয়া গাড়ির স্তুপ দেখা গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অঙ্গরাজ্যের গেইনসভিলে এই দুর্ঘটনা ঘটেছে। রাস্তায় ক্ষতিগ্রস্ত ১২টি কার এবং ৬টি ট্রাক একটার উপর আরেকটা স্তুপাকারে পড়ে রয়েছে।

রাস্তার পাশে দাবানল থেকে ধোয়া উঠে আশপাশের অঞ্চল ছেয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে।

এই দুর্ঘটনায় আহত কমপক্ষে ১৮ জনকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। মহাসড়কের প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে।

একজন চালক স্টিভেন আর ক্যাম্পস জানিয়েছেন, রোববার সকালে রাস্তায় বের হলে একটি মোড়ে প্রচণ্ড ধোয়া দেখতে পেয়েছেন তিনি। সেসময় রাস্তায় একের পর এক গাড়ির সংঘর্ষের আওয়াজ পাওয়া যাচ্ছিল।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।