ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কিউবায় একদলীয় শাসনতন্ত্রই থাকবে তবে প্রেসিডেন্ট সর্বোচ্চ দুই মেয়াদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৩, জানুয়ারি ৩০, ২০১২
কিউবায় একদলীয় শাসনতন্ত্রই থাকবে তবে প্রেসিডেন্ট সর্বোচ্চ দুই মেয়াদী

হাভানা: কিউবায় একদলীয় শাসনতন্ত্রের সমর্থনে জোরালো বক্তব্য রেখেছেন দেশটির প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। তবে রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ পদে বহাল থাকার মেয়াদ ১০ বছরে সীমিত রাখার অঙ্গীকার  করেছেন তিনি।



রাজধানী হাভানায় ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির দু‘দিন ব্যাপী জাতীয় সম্মেলনের শেষ দিনে তিনি এই ঘোষণা দেন প্রেসিডেন্ট।

গত রোববার দলের সম্মেলনে যোগ দিতে আসা প্রতিনিধিদের প্রতি সমাপনী ভাষণে রাউল বলেন, এই নীতি বহাল করতে সরকার খুব শিগগির সাংবিধানিক সংশোধনী আনতে পদক্ষেপ নেবে।

তবে সংশোধনীটি আনুষ্ঠানিকভাবে বাস্তায়িত হওয়ার আগে নেতাদের এই পদ্ধতির সঙ্গে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান তিনি।   এই বিধান তার নিজের  জন্যও প্রযোজ্য হবে বলে তিনি উল্লেখ করেন।

কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবের নায়ক দেশটির সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর ছোট ভাই রাউল কাস্ত্রো ২০০৬ সালে ক্ষমতা গ্রহণ করেন। শারীরিক অসুস্থতার কারণে ফিদেল কাস্ত্রো ছোট ভাই এবং কিউবার বিপ্লবের অন্যতম কারিগর রাউল কাস্ত্রোর হাতে ক্ষমতা অর্পণ করেন।

রোববারের সমাপনী ভাষণে রাউল কাস্ত্রো কিউবার বর্তমান একদলীয় শাসন ব্যবস্থার সমর্থনে জোরালো সমর্থন ব্যক্ত করেছেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক শাসনব্যবস্থার সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘এই ব্যবস্থায় রাষ্ট্র ক্ষমতা শুধুমাত্র গুটিকয়েক বিত্তশালী লোকের হাতে সীমাবদ্ধ থাকে। ’

কিউবায় একটিমাত্র অনুমোদিত রাজনৈতিক দল রয়েছে তবে দেশের সব মানুষ ইচ্ছানুযায়ী রাজনীতিতে অংশ নিতে কোনো বাদা নেই বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। বিদ্যমান ব্যবস্থার মধ্যে থেকেই কিউবার সমাজে আরও বেশি গণতন্ত্রায়নের ওপর জোর দেন।

তিনি বলেন, ‘গণতন্ত্রায়নের  উদ্যোগ সবার আগে দল থেকেই শুরু করা উচিৎ। দলের সদস্যদের কোনো ব্যাপারে দ্বিমত থাকলে তা সরাসরি দলীয় ফোরামে তুলে ধরার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।