ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে সংখ্যালঘু কিশোরীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৪, জানুয়ারি ৩০, ২০১২
ভারতে সংখ্যালঘু কিশোরীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা

দিল্লি: ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের এক কিশোরীকে ধর্ষণের পর নির্মমভাবে পুড়িয়ে হত্যা করেছে এক পাষণ্ড। রাজ্যের সালাখেদি গ্রামে এই নৃশংস ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে।



ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে,  রাজেন্দ্র নামের এক যুবক গত ২৭ জানুয়ারি দশম শ্রেণীর ছাত্রী ওই কিশোরীকে ধর্ষণ করে। ঘটনা ধামাচাপা দিতে পরে সে কিশোরীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

গুরুতর দগ্ধ অবস্থায় কিশোরীকে ইন্দোর শহরের একটি হাসপাতালে নেওয়া হয়। গত রোববার চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

স্থানীয় পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শচীন্দ্র চৌহান এই খবর নিশ্চিত করেছেন। অভিযুক্তকে ধরতে ঘটনাস্থলে একটি পুলিশের  দল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।