ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মনমোহন সিং একজন খাঁটি মানুষ: গিলানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৪, জানুয়ারি ৩০, ২০১২
মনমোহন সিং একজন খাঁটি মানুষ: গিলানি

ইসলামাবাদ: ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে খাঁটি মানুষ বলে মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।
 
সুইজারল্যান্ডের দাভেসে সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় তিনি একথা বলেন।



‘ভারতের সঙ্গে আমাদের কিছু বিষয়ে আলোচনা আবারও শুরু হয়েছে। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নেরও কাজ চলছে আমাদের ভেতর। আর এর সুবিধাভোগী হবে দুই দেশের জনগণ বলেও গিলানি জানান। ’

গিলানি আরও বলেন, ইসলামাবাদ কাবুলের সঙ্গে শান্তিপূর্ণ উপায়ে সম্পর্ক উন্নয়নের ব্যাপারেও গুরুত্ব দিচ্ছে। আমরা পাকিস্তানকে শান্তি, স্থিতিশীলতা এবং আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্র বলে মনে করছি।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।