ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়া ছেড়ে পালানোর চেষ্টা করছে আসাদ পরিবার?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, জানুয়ারি ৩০, ২০১২
সিরিয়া ছেড়ে পালানোর চেষ্টা করছে আসাদ পরিবার?

কায়রো: সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভে উত্তাল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পরিবার দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। প্রেসিডেন্টের পরিবারকে গোপনে দেশত্যাগে সহায়তা করছে নিরাপত্তা বাহিনী।



সোমবার একটি মিশরীয় দৈনিকে এই খবর বেরিয়েছে।

মিশরীয় দৈনিক আল মাসরি আল ইয়ম জানিয়েছে, সিরিয়ার বিরোধীদের একটি সূত্র জানিয়েছে, দেশটির নিরাপত্তা বাহিনী বাশার পরিবারকে দেশ ত্যাগে সহায়তা করছে।

সূত্র মতে, বাশার পরিবারের সদস্যদের মধ্যে প্রেসিডেন্টের স্ত্রী আসমা আসাদ, তার সন্তানরা, মা এবং ভাইয়েরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে।

সূত্রের উদ্ধৃতি দিয়ে দৈনিকটি আরো জানিয়েছে, একটি সরকারি গাড়িবহর দামেস্ক বিমানবন্দরের দিকে যাওয়ার পথে বিদ্রোহী সেনাদের প্রতিরোধের মুখে পড়ে। এসময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী সেনাদের তুমুল বন্দুকযুদ্ধ হয়। নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট পরিবারকে নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে পুনরায় প্রেসিডেন্ট প্রাসাদে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

এদিকে, গত কয়েক দিনে সিরিয়াতে সহিংতা বেড়েছে। রোববার বিরোধীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলায় কমপক্ষে ৪১ জন বেসামরিক নিহত হয়েছে বলে সিরিয়াতে মানবাধিকার পর্যবেক্ষকরা জানিয়েছে। এদিন হোমস প্রদেশে ১৪ জন এবং হামা শহরে নিহত হয়েছে ১২ জন বেসামরিক। উত্তরাঞ্চলীয় প্রদেশ ইদলিবেও নিরাপত্তা বাহিনীর হামলায় হতাহতের খবর পাওয়া গেছে।

এর মধ্যে গত রোববার রাজধানী দামেস্কের শরতলীতে সেনাদের গুলিতে ১৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

সিরিয়াতে বিক্ষোভ দমনে সরকারের দমন অভিযান বন্ধের অঙ্গীকার পর্যবেক্ষণে গঠিত আরব লিগের মিশন প্রত্যাহারের একদিন পরেই এই হতাহতের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।